এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,২৬ অক্টোবর : গুজরাট নির্বাচনের আবহে হিন্দুত্বের কার্ড খেললেন আম আদমি পার্টির সুপ্রিমো তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল । ইন্দোনেশিয়ার মতই ভারতীয় নোটে দেবদেবীর ছবি ছাপানোর দাবি তুললেন তিনি । বুধবার সাংবাদিক সম্মেলন করে কেজরিওয়াল বলেন,’মোদি সরকারের কাছে আমার আবেদন ভারতের নোটেও গান্ধীজির ছবির সঙ্গে লক্ষ্মীজি ও গণেশজির ছবিও লাগানো হোক । আমরা বলছি না যে সব নোট বদলাতে হবে । কিন্তু যে নতুন নোট ছাপা হয়েছে তাতে অন্তত লক্ষ্মীজি ও গণেশজির ছবি ছাপা হোক । তবে এজন্য আমরা কাউকে সরানোর কথা বলছি না ।’
তিনি বলেন,’ইন্দোনেশিয়া একটি মুসলিম দেশ। সেখানকার জনসংখ্যার ৮৫ শতাংশ মুসলমান মাত্র ২ শতাংশ হিন্দু, তবুও তারা তাদের নোটে গণেশের ছবি লাগায় । ইন্দোনেশিয়া পারলে আমরা কেন পারব না?’ তাঁর কথায়,’আমরা দেখতে পাচ্ছি যে ভারতের অর্থব্যবস্থা খুব একটা ভালো নেই । ডলারের মোকাবিলায় টাকার দাম দিন দিন কমছে । আর এর ফল ভুগতে হচ্ছে আমাদের দেশের সাধারণ মানুষকে । স্বাধীনতার ৭৫ বছর পরেও আজও ভারত বিকাশীল দেশ । ভারতকে গরীব দেশ মনে করা হয় আজও । আমরা সবাই চাই ভারত বিকশিত দেশ হোক । ধনী দেশ হোক । আমরা চাই ভারতের সব পরিবার ধনী পরিবার হোক । তবে এজন্য আমাদের অনেক প্রচেষ্টার দরকার । আমাদের বড় স্তরের পরিকাঠামোর উন্নয়ন করতে হবে । কিন্তু এসব তখনই সম্ভব হবে যখন আমাদের উপর দেবদেবীর আশীর্বাদ থাকবে ।’
কেজরীওয়াল বলেন,’দীপাবলিতে লক্ষ্মী-গণেশের পুজো করার সময় আমার এই ধারণা হয়েছে । তবে আমি বলছি না এর ফলে অর্থনীতি ভালো হবে । তবুও ঈশ্বরের আশীর্বাদ দরকার হয় ।’।