একদিন ওয়েবডেস্ক,ওয়াশিংটন,২৫ অক্টোবর : রুশ ড্রোন ও ক্ষেপণাস্ত্রের মোকাবিলায় সহায়তা করতে ইউক্রেনকে হক এয়ার ডিফেন্স সিস্টেম দেবে আমেরিকা । দুই মার্কিন কর্মকর্তাকে উল্লেখ করে মঙ্গলবার একথা জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স । হক এয়ার ডিফেন্স সিস্টেম কাঁধ থেকে চালিত স্টিংগার ক্ষেপণাস্ত্রের আপগ্রেডের উপর ভিত্তি করে তৈরি । যা আগেই ইউক্রেনকে দিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র । রাশিয়ান বাহিনীর বিরুদ্ধে তা ব্যবহারও করেছিল ইউক্রেনের সেনা । ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী ওলেক্সি রেজনিকভ মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিনের সাথে ফোন করার পরপরই এই বিষয়টি সামনে আসে । রেজনিকভ বলেছেন, ‘আমার বন্ধু মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিনের সাথে আমার একটি ফলপ্রসূ কথোপকথন হয়েছে । আমরা রাশিয়ার উস্কানি এবং ব্ল্যাকমেইলের জন্য জিরো টলারেন্স নীতির বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের স্পষ্ট অবস্থানের প্রশংসা করি ।’ তিনি আরও বলেন, ‘আমরা ইউক্রেনের জন্য পরবর্তী মার্কিন নিরাপত্তা সহায়তা প্যাকেজ নিয়েও আলোচনা করেছি ।’
উল্লেখ্য,হক এয়ার ডিফেন্স সিস্টেমের ক্ষেপণাস্ত্রগুলির পরিসীমা ৪০ কিলোমিটার এবং ২০ কিলোমিটার উচ্চতায় উড়তে পারে এবং এগুলি একটি যান থেকে উৎক্ষেপণ করা হয় । রাশিয়া ক্রিমিয়ান সেতুতে হামলার পরে সাম্প্রতিক সপ্তাহগুলিতে ইউক্রেনের রাজধানী কিয়েভসহ অনেক অঞ্চলে পুনরায় বোমা বর্ষণ শুরু করেছে রুশ বাহিনী । ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রুশ ক্ষেপণাস্ত্র থেকে বাঁচতে দেশের বিমান প্রতিরক্ষা সক্ষমতা উন্নত করার প্রতিশ্রুতি দিয়েছিলেন ।।