এইদিন ওয়েবডেস্ক,ইটানগর,২৫ অক্টোবর : অরুণাচল প্রদেশের নাহারলাগুন (Nagarlagun) শহরের একটি বড় বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে মঙ্গলবার ভোরে । আগুনে প্রায় ৭০০ দোকান পুড়ে ভস্মীভূত হয়ে গেছে । তবে ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানির কোনো ঘটনা ঘটেনি বলে জানা গেছে । তবে আগুন লাগার কারন জানা যায়নি ।
অরুণাচল প্রদেশের রাজধানী ইটানগর(Itanagar) থেকে প্রায় ১৩ কিমি দূরে রয়েছে নাহারলাগুন শহর । শহরের অতিরিক্ত সহকারী কমিশনার লিখা রাধ জানান,এদিন ভোর সাড়ে ৪ টা নাগাদ নাহারলাগুন ডেইলি মার্কেটে আগুন লাগে । নাহারলাগুনে ওয়াটার ফিলিং স্টেশন না থাকায় সময়মতো আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি। ফায়ার টেন্ডারগুলিকে জল ভর্তি করার জন্য শহরের বাইরে একটি লোহার কারখানায় যেতে হয়েছিল । পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয় ।’ তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছেন তিনি ।
স্থানীয়রা জানায়,প্রথমে দুটি দোকানে আগুন লাগে । প্রায় দু’ঘন্টা ধরে জ্বলতে থাকে দোকান দুটি । কিন্তু তখনও দমকলবাহিনী না আসায় আশপাশের বাকি দোকানগুলিতে আগুন ছড়িয়ে পড়ে । জানা গেছে, ওই দোকানগুলির পাশাপাশি বেশ কয়েকটি পরিবার ঝুপড়িতে বসবাস করত । ঝুপড়িগুলি ভস্মীভূত হয়ে যাওয়ায় নিরাশ্রয় হয়ে যায় ওই পরিবারগুলি । সেই কারনে এলাকার একটি সরকারী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে তাদের জন্য একটি ত্রাণ শিবির খোলা হয়েছে ।।