এইদিন ওয়েবডেস্ক,তেহেরান,২৫ অক্টোবর : মাহসা আমিনির হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভকারীদের মধ্যে ২৪৪ জনকে মেরে ফেলেছে ইরানি পুলিশ । গ্রেফতার করা হয়েছে ১২,৫১৬ জন মহিলা ও পুরুষকে- শুক্রবার একটি টুইট করে জানিয়েছে হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি (HRANA) নামে ইরানের একটি মানবাধিকার সংগঠন । সংগঠনটি আরও জানিয়েছে,ইরানি পুলিশের দমনপীড়ন অভিযানে অন্তত ৩২ জন শিশুও নিহত হয়েছে ।
ইরানের ধর্মীয় পুলিশ কর্তৃক কুর্দি-ইরানি তরুণী মাহসা আমিনির হত্যার পর শুরু হওয়া প্রতিবাদ আন্দোলনের খবর সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদেরও পুলিশ নিশানা করেছিল বলে অভিযোগ উঠছে । এছাড়া স্কুল ও বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের উপর নির্মমভাবে আক্রমণ করা হয় । মানবাধিকার সংগঠনটি বলেছে,’যেসব মানুষ খালি হাতে প্রতিবাদ করেছে, তাদের ওপর দমন-পীড়ন এখন নিত্যদিনের ঘটনা হয়ে গেছে । গত সপ্তাহে শিশু ও বন্দীদের সঙ্গে যা ঘটেছে তা ইরানের ইতিহাসে সবচেয়ে কালো দিন হিসাবে চিহ্নিত থাকবে ।’ স্কুল ও কারাগারে নিরাপত্তা বাহিনীর হামলা এবং শিশু ও বন্দীদের পিটিয়ে হত্যার ঘটনাকে একটি ট্র্যাজেডি হিসাবে বর্ণনা করেছে সংগঠনটি ।
এদিকে আমিনির মৃত্যুর মাসাধিক কাল পরেও ইরানে বিক্ষোভ থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না । বিক্ষোভকারীদের সঙ্গে যোগ দিয়েছে ইরানের ট্রাক চালক সংগঠন এবং তেল ইউনিয়নগুলি । তারা ইরানে ধর্মগুরুর অধীনে ধর্মীয় শাসনের অবসানের আহ্বান জানিয়ে ব্যাপক বিক্ষোভে যোগ দিয়েছে বলে জানা গেছে ।।