দিব্যেন্দু রায়,ভাতার(পূর্ব বর্ধমান),২৪ অক্টোবর : বিগত দু’বছর করোনা মহামারির কারনে ম্লান ছিল কালীপূজো । করোনা পরিস্থিতি স্বাভাবিক হতেই এবছর কালীপূজো ফিরেছে স্বাভাবিক ছন্দে । গোটা রাজ্যের পাশাপাশি সোমবার কালীপূজো ঘিরে মেতে উঠল পূর্ব বর্ধমান জেলার ভাতার বাজার । ভাতার বাজারের বিশেষ যে কটি কালীপূজো কমিটি রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হল- মা সারদা সংঘ, শিবাজি সংঘ,নবরূপ সংঘ,সবুজ সংঘ,জাগরনী সংঘ,সৃজনি সার্বজনীন ক্লাব প্রমুখ । এর বাইরে রয়েছে ভাতার থানার কালীপূজো ও অসংখ্য পারিবারিক পূজো । কালীপূজো উপলক্ষে বিশেষ পূজোর আয়োজন করা হয়েছে ভাতার বাজারের গ্রহরাজ মন্দিরেও ।
মা সারদা সংঘের পূজো মণ্ডপ :-
এবারে থিমের পূজো করছে মা সারদা সংঘ । গুহার ভিতরে এবার দেবীর আরাধনা হচ্ছে এখানে । ক্লাব সম্পাদক শুভ্রাংশু বুট জানিয়েছেন,এবারে তাঁদের বাজেট দুই লক্ষ টাকা ।
শিবাজি সংঘের পূজো মণ্ডপ :-
ভাতার বাজারের কালীপূজো কমিটিগুলির মধ্যে শিবাজি সংঘের পূজো ঘিরে বরাবরই উৎসাহ লক্ষ্য করা যায় দর্শনার্থীদের মধ্যে । এখানে প্রতিবারেই থাকে বিশেষ আলোকসজ্জা । এবারেও তার ব্যাতিক্রম হয়নি । এছাড়া মণ্ডপেও থাকে অভিনবত্ব । এবারে মন্দিরের আদলে মণ্ডপ করেছে শিবাজি সংঘ । ক্লাবের মণ্ডপে ও মন্দিরে রয়েছে দুটি পৃথক মূর্তি । ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছেন,এবারে তাদের বাজেট ৫ লক্ষ টাকা ।
পাশাপাশি ভাতার রেলস্টেশনে নবরূপ সংঘের কালী মন্দির রয়েছে ।
গ্রহরাজ মন্দিরের বিশেষ পূজো :-
অনান্য বারের মত এবারেও সচেতনতামূলক থিম করেছে এই ক্লাবটি । এছাড়া সবুজ সংঘ ও ভাতার থানার নিজস্ব মন্দিরেই পূজো হচ্ছে । ভাতার বাজারের কামাড়পাড়া মোড়ে জাগরনী সংঘ ও সৃজনি সার্বজনীন ক্লাবের মণ্ডপ রয়েছে । এদিন সন্ধ্যা থেকে মণ্ডপে মণ্ডপে ও মন্দিরগুলিতে দেখা গেল পূণ্যার্থীদের ঢল ।
জাগরনী সংঘ ও সৃজনি সার্বজনীন ক্লাবের কালীপূজো