এইদিন ওয়েবডেস্ক,কাবুল,২৪ অক্টোবর : কিছুতেই ন্যাশনাল রেজিস্ট্যান্স ফ্রন্ট (এনআরএফ) বাহিনীকে এঁটে উঠতে পারছে না তালিবান । এবার এনআরএফকে জব্দ করতে তারা আল কায়েদার মত সন্ত্রাসবাদী সংগঠনগুলির সাহায্য চাইল । ইতিমধ্যে কয়েকটি সন্ত্রাসবাদী গোষ্ঠীও তালিবানের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ।
সুত্রের খবর,আনসারুল্লাহ গোষ্ঠীর অনেক সদস্য গত সপ্তাহে বাদাখশানের শিবা এলাকায় এনআরএফ বাহিনীর বিরুদ্ধে সংঘর্ষে তালেবানকে সহযোগিতা করেছিল । সাম্প্রতিক সংঘর্ষে এই গোষ্ঠীর বেশ কয়েকজন সদস্য নিহতও হয়েছে ।
উল্লেখ্য,বাদাখশানের আরগাঞ্জখওয়া জেলার একটি কৌশলগত এলাকা হল শিবা । পূর্ববর্তী সরকারের সময় থেকেই তাজিকিস্তানের আনসারুল্লাহ গ্রুপের সদস্যরা এই এলাকায় উপস্থিত রয়েছে বলে জানা গেছে । তালিবানরা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে প্রতিশ্রুতি দিয়েছিল যে তারা বিদেশী গোষ্ঠীগুলির সাথে তাদের যোগাযোগ বন্ধ করে দেবে । কিন্তু বাস্তবে ঠিক তার উলটোটাই ঘটছে ।।