এইদিন ওয়েবডেস্ক,কালনা,০৯ ফেব্রুয়ারী : স্ত্রী আগেই তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন । এবার চাকরি থেকে ইস্তফা দিয়ে স্ত্রীর পথেই পা বাড়ালেন চন্দননগরের পুলিশ কমিশনার হুমায়ূন কবীর । মঙ্গলবার কালনার বৈদ্যপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা ছিল । ওই জনসভায় হুমায়ূন কবীরের হাতে দলীয় পতাকা তুলে দেন রাজ্যের মন্ত্রী তথা তৃণমূলের পূর্ব বর্ধমান জেলা সভাপতি স্বপন দেবনাথ । এদিন যোগদানের সময় প্রাক্তন এই পুলিশ কর্তার সঙ্গে তাঁর স্ত্রী অনিন্দিতা কবীরও উপস্থিত ছিলেন ।
এদিন যোগদানের পর হুমায়ূন কবীর বলেন, ‘মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দশ বছর ধরে এরাজ্যে উন্নয়নের জোয়ার এসেছে । বন্যার সময়,আমফানের মত বিপর্যয়ের সময় দেখেছি বিভিন্ন প্রকল্প নিয়ে মুখ্যমন্ত্রী ঝাঁপিয়ে পড়েছিলেন । ওনার সঙ্গে কাজ করা অত্যন্ত সুখদায়ক ছিল । মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় আমি অবিভূত ।’ এরপর নাম না করে বিজেপিকে নিশানা করে হুমায়ূন কবীর বলেন, ‘একটা বাইরের দল এসে পশ্চিমবঙ্গের সংস্কৃত মনস্ক মানুষের মধ্যে বিভেদের সৃষ্টি করতে চাইছে । বিভেদ সৃষ্টি করে তারা রাজ্যে শাসনক্ষমতা দখল করতে চাইছে । রাজ্যের মানুষ তার উত্তর দেবেন । আমাদের দৃঢ বিশ্বাস মমতা বন্দ্যোপাধ্যায় ফের ক্ষমতায় আসবেন । আমরা ওনার পাশে থাকার অঙ্গীকার করছি ।’।
চলতি বছরের এপ্রিল মাসেই অবসর নেওয়ার কথা ছিল হুমায়ূন কবীরের । কিন্তু সম্প্রতি তিনি চাকরি থেকে ইস্তফা দেন । যদিও তার আগেই তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন হুমায়ূন কবীরের স্ত্রী । তখন থেকেই প্রাক্তন এই পুলিশ কর্তার তৃণমূলে যোগদান নিয়ে জল্পনা চলছিল । অবশেষে এদিন সব জল্পনার অবসান ঘটিয়ে তৃণমূলে যোগদান করলেন হুমায়ুন কবীর ।।