এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২৪ অক্টোবর : সিএবির সভাপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন না সৌরভ গাঙ্গুলি । বিসিসিআই সভাপতি পদ থেকে ইস্তফা দেওয়ার পর সৌরভ গাঙ্গুলি এক সপ্তাহ আগে ঘোষণা করেছিলেন যে তিনি ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি) এর সভাপতি হিসাবে ফিরে আসতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন । কিন্তু এখনই সিএবির নির্বাচন হচ্ছে না । গাঙ্গুলি এখন তার দাদার জন্য বাংলার ক্রিকেট সংস্থার প্রধানের চেয়ার ছেড়ে দিয়েছেন। এই নির্বাচনে দাঁড়ালে তিনি জয়ী হতেন এটা নিশ্চিত । কিন্তু তিনি সভাপতি পদের দৌড় থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন । রবিবার (২৩ অক্টোবর ২০২২) মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ছিল । কিন্তু তিনি মনোনয়ন জমা দেননি । এমন পরিস্থিতিতে সৌরভ গাঙ্গুলীর দাদা স্নেহাশীষ গাঙ্গুলির জন্য ৩১ অক্টোবর অনুষ্ঠিত হতে চলা সাধারণ পরিষদের সভায় (এজিএম) ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথ কার্যত পরিষ্কার হয়ে গেল ।
রবিবার কলকাতার ইডেন গার্ডেনে সাংবাদিকদের সৌরভ বলেন,’আমি আগে বলেছিলাম যে নির্বাচন হলেই আমি মনোনয়ন জমা দেবো । কিন্তু নির্বাচন হচ্ছে না । বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হবে । আমিও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতাম । কিন্তু আমার মনে হয়েছে এটা ঠিক হত না । তারা (সিএবি পদপ্রার্থীরা) আগামী তিন বছর কাজ করুন,তার পরে বিষয়টি নিয়ে ভাবা যাবে ।’ তিনি বলেন,’আমি থাকা মানে আরও দুজন পোস্ট পাবে । কিছু সময়ের জন্য সব দায়িত্ব থেকে মুক্তি পেলাম, তাতে আমি খুশি।’
সৌরভ সরে যাওয়ায় সিএবি-র পরবর্তী সভাপতি হতে চলেছেন সৌরভের দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায় । এছাড়া সহ সভাপতি হচ্ছেন অমলেন্দু বিশ্বাস । সচিব পদে বসছেন নরেশ ওঝা, যুগ্ম সচিব হবেন দেবব্রত দাস । কোষাধ্যক্ষ হচ্ছেন প্রবীর চক্রবর্তী ।।