একদিন ওয়েবডেস্ক,লন্ডন,২৪ অক্টোবর :যুক্তরাজ্যের প্রাক্তন প্রধানমন্ত্রী বরিস জনসন ঘোষণা করেছেন যে তিনি কনজারভেটিভ পার্টির নেতৃত্ব এবং প্রধানমন্ত্রী পদের প্রার্থীর দৌড় থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন । রবিবার(২৩ অক্টোবর ২০২২) এক বিবৃতি দিয়ে একথা জানিয়ে বরিস বলেছেন যে দলীয় সদস্যদের সমর্থন “আকৃষ্ট” সত্ত্বেও, তিনি এই সিদ্ধান্তে পৌঁছেছেন যে “সংসদে ঐক্যবদ্ধ দল না থাকলে দেশের প্রশাসন সম্ভব নয় ।” উল্লেখ্য,দিন দুয়েক আগে লিজ ট্রাস পদত্যাগ করতেই ফের দ্বিতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদের দৌড়ে নিজের নাম লিখিয়েছিলেন বরিস জনসন । কিন্তু সাংসদদের একাংশকে তাঁর বিরোধিতায় সরব হতে দেখা গিয়েছিল ।
এদিকে বরিস জনসন সরতেই ঋষি সুনাকের ব্রিটেনের প্রধানমন্ত্রী হওয়ার পদ অনেকটা প্রসস্ত হল বলে মনে করা হচ্ছে । বেশিরভাগ কনজারভেটিভ এমপিদের সমর্থন পেয়েছেন সুনাক । এযাবৎ ১৫৩ জন এমপির সমর্থন জানিয়েছে সুনাককে । বর্তমানে প্রধানমন্ত্রীর পদের দৌড়ে রয়েছেন পেনি মর্ডেন্ট । তবে তাঁকে মাত্র ২৫ জন সাংসদ সমর্থন করার কথা ঘোষণা করেছেন ।।