এইদিন ওয়েবডেস্ক,সাইবেরিয়া,২৩ অক্টোবর : ফের বিধ্বস্ত হল রাশিয়ার সুখোই যুদ্ধবিমান । নিহত হয়েছে বিমানের দুই পাইলট । রবিবার সাইবেরিয়া অঞ্চলের ইরকুৎস্ক শহরের একটি আবাসিক ভবনে বিমানটি ভেঙে পড়ে । এনিয়ে বিগত ছয় দিনের মধ্যে রাশিয়ার দুটি সুখোই যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটল । এর আগে গত সোমবার ইউক্রেনের সীমান্ত লাগোয়া রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর ইয়েস্কে একটি সুখোই এসইউ-৩৪ যুদ্ধবিমান বিধ্বস্ত হয় । এতে অন্তত ১৫ জন নিহত হয় । এদিন বিধ্বস্ত হওয়া বিমানটি ছিল সুখোই এসইউ-৩০ যুদ্ধবিমান ।
টেলিগ্রামের একটি পোস্টে ইরকুৎস্ক শহরের গভর্নর ইগোর কোবজেভ বলেছেন, বিমানটি শহরের একটি দ্বিতল বাড়ির ছাদে ভেঙে পড়ে । তবে ভবনের কোনও বাসিন্দা আহত হননি । তিনি বিমান বিধ্বস্তের একটি ভিডিও প্রকাশ করেছেন । ভিডিওতে দেখা যায়, অগ্নিনির্বাপক কর্মীরা বিধ্বস্ত যুদ্ধবিমানের আগুন নেভানোর চেষ্টা করছেন । পাশাপাশি উদ্ধার অভিযানও চালাতে দেখা যায় তাঁদের ।
জানা গেছে,বিমানটি পরীক্ষামূলকভাবে ওড়ানো হচ্ছিল । সেই সময় মাঝ-আকাশে বিমানটিতে আগুন ধরে যায় । ওই অবস্থায় বিমানটি ওই দ্বিতল বাড়িতে আছড়ে পড়ে । রাশিয়ার জানিয়েছে, যুদ্ধবিমানটি বিধ্বস্ত হওয়ার ঘটনায় আকাশ সুরক্ষা বিধি লঙ্ঘন করা হয়েছে কিনা তা জানতে ফৌজদারি তদন্ত শুরু করা হবে ।।