এইদিন ওয়েবডেস্ক,কুশিনগর(উত্তরপ্রদেশ),২৩ অক্টোবর : ট্রেন ভিড়ে ঠাসা । প্লাটফর্মে ট্রেন দাঁড়াতেই প্রচুর যাত্রী ওঠানামা করছে । এদিকে ট্রেনের একটি কামরার দু’প্রান্তের সিটের মাঝে চলাচলের রাস্তায় পলিথিন বিছিয়ে নামাজ পড়তে শুরু করে দিয়েছে ৪ মুসলিম ব্যক্তি । যাত্রীরা ভিতরে ঢোকার চেষ্টা করলে সিটে বসে থাকা ফেজ টুপি পড়া অন্য এক ব্যক্তিকে তাদের ধমক দিয়ে ভিতরে ঢুকতে বাধা দিতে দেখা যায় । এই রকম একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ।
জানা যাচ্ছে, গত শুক্রবার (২১ অক্টোবর ২০২২) ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় । ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের কুশিনগরে । নামাজের ভিডিওটি সত্যাগ্রহ এক্সপ্রেসের ১৫২৭৩ নম্বর ট্রেনের স্লিপার ক্লাসের একটি কামরার । ওপি ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, ভিডিওটি কুশিনগরের খাড্ডা রেলস্টেশনে রেকর্ড করেছিলেন প্রাক্তন বিজেপি বিধায়ক দীপলাল ভারতী । এই ধরনের কাজকে বিরক্তিকর বলে বর্ণনা করে দীপলাল ভারতী বলেছিলেন যে তিনি নিজেই একই ট্রেনে ভ্রমণ করছিলেন । তিনি জানান,তাঁকেও অসুবিধার শিকার হয়েছিলেন এবং বাধ্য হয়ে তাঁকে অন্য কামরায় বসতে হয়েছিল । দীপলাল ভারতীর দাবি,যারা এই কাজ করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক ।
এদিকে ভিডিওটি ভাইরাল হওয়ার পরে, সেন্ট্রাল রেলওয়ে প্রোটেকশন ফোর্স এবং উত্তরপ্রদেশ স্টেট রেলওয়ে পুলিশ প্রোটেকশন ফোর্স মিলে ঘটনার তদন্তে নেমেছে । এলাকার রেলওয়ে এসপি অবধেশ সিং বলেছেন,’ঘটনার তদন্ত করা হবে এবং তারপরে এই বিষয়ে আরও ব্যবস্থা নেওয়া হবে ।’ নামাজ পড়া ওই চার ব্যক্তিকে চিহ্নিতকরণের চেষ্টা করছে বারাণসীর আরপিএফ । তবে এখনো তাদের পরিচয় যানা যায়নি । তবে অন্যের অসুবিধা করে ট্রেনের ভিতরে এভাবে নামাজ পড়ায় ওই চার মুসলিম ব্যক্তির মানসিকতা নিয়ে প্রশ্ন উঠছে ।।