এইদিন ওয়েবডেস্ক,হেরাত,২২ অক্টোবর : তালিবানি বিধিনিষেধর জেরে মানসিক রোগে ভুগছে আফগান মহিলারা । আর আফগানিস্থানের তৃতীয় বৃহত্তম শহর হেরাতে(Herat) এই প্রকোপ বাড়ছে দ্রুত হারে । চলতি বছরের প্রথম ছয় মাসে অন্তত ২ হাজার ৩২৪ জন মানসিক রোগে আক্রান্ত চিকিৎসার জন্য এসেছিল বলে জানিয়েছেন হেরাতের সেমিনারি হাসপাতালের আধিকারিকরা । তাঁরা জানান,প্রতি মাসে হেরাত শহর ও আশপাশের এলাকার শত শত বাসিন্দা মানসিক রোগে আক্রান্ত হচ্ছেন । অসুস্থদের মধ্যে সিংহভাগই মহিলা ।
হেরাত প্রাদেশিক হাসপাতালের মানসিক স্বাস্থ্য সেবার প্রধান ডাঃ আব্দুল কাইয়ুম মোহাম্মদী বলেন, ‘চলতি বছরের প্রথম ছয় মাসে অন্তত ২ হাজার ৩২৪ জন মানসিক রোগে আক্রান্ত এই কেন্দ্রে চিকিৎসা নিতে এসেছিলেন । গত বছরের দ্বিতীয় ছয় মাসে আমাদের স্বাস্থ্যকেন্দ্রে একই উপসর্গ নিয়ে এসেছিল ২ হাজার ৯০ জন মানসিক রোগী ।’ তিনি আরও বলেন,’ওই সমস্ত রোগীদের বেশিরভাগই মহিলা । এই স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা করতে আসা ২,৩২৪ জন রোগীর মধ্যে ছিলেন ১,৫২৯ জন মহিলা এবং ৭৯৫ জন পুরুষ ।’
বিশেষজ্ঞদের অনুমান,তালিবান জমানায় মহিলাদের উপর একের পর এক বিধিনিষেধ আরোপ করা হয়েছে । হিজাব বাধ্যতামূলক করা থেকে শুরু করে পড়াশোনা ও ভ্রমণের উপর নিষেধাজ্ঞা জারির কারনে আফগান মহিলারা এখন গৃহমুখী । ফলে তাঁরা এখন হতাশায় ভুগতে শুরু করেছেন । যার জেরে মানসিক অসুস্থতার লক্ষণ দেখা দিচ্ছে আফগান মহিলাদের মধ্যে ।।