এইদিন ওয়েবডেস্ক,পাকিস্তান,২১ অক্টোবর : পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে বিদেশী কর্মকর্তা ও রাষ্ট্রপ্রধানদের কাছে বেআইনিভাবে উপহার বিক্রির অভিযোগে সুপ্রিম ইলেকশন কোর্ট (ইসিপি) দোষী সাব্যস্ত করেছে । খারিজ করা হয়েছে তাঁর সংসদ সদস্য পদ । শুক্রবার ইসিপি সর্বসম্মতভাবে এই আদেশ দেয়। ইসিপির আদেশে বলা হয়েছে, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান আর ন্যাশনাল অ্যাসেম্বলির (পার্লামেন্ট) সদস্য নন । আদালতের এই রায়ের ফলে ইমরান খান নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা বা কোনো সরকারি দায়িত্ব পালন করতে পারবেন না । তবে পাকিস্তান সরকার এখনও বিদেশি কর্মকর্তাদের উপহার এবং এসব উপহার বিক্রি থেকে আয়ের বিবরণ শেয়ার করেনি । উল্লেখ্য, আলি গোহার খান, পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) মোহসিন নওয়াজ রানঝাসহ ৫ জন মিলে ইমরান খানকে অযোগ্য ঘোষণার আবেদন করেছিলেন ।
তোশাখানা মামলায় সংশ্লিষ্ট সব পক্ষকে ইসলামাবাদের কমিশন সচিবালয়ে হাজির হতে নোটিশ দেওয়া হয়েছিল। উভয় পক্ষের যুক্তিতর্ক শুনানি শেষে গত ১৯ সেপ্টেম্বর মামলাটির পরবর্তী শুনানির দিন ঘোষণা করা হয় । পাকিস্থানের প্রধান নির্বাচন কমিশনার সিকান্দার সুলতান রাজার নেতৃত্বে কমিশনের পাঁচ সদস্যের বেঞ্চ মামলাটির শুনানি গ্রহণ করেন।
শুনানিতে ইমরান খানের আইনজীবী দাবি করেন, নিয়ম মেনে তোশাখানা থেকে উপহার কিনেছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী । বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেও অবহিত করা হয় । উপহার কেনার অর্থের উৎস সম্পর্কে জানতে চেয়েছিলেন কমিশনের সদস্যরা। জবাবে ইমরান খানের আইনজীবী বলেন, তিনি এ বিষয়ে বিস্তারিত তথ্য কমিশনকে দেবেন না । যদিও এদিন নিষেধাজ্ঞার সময় এখনও নির্ধারণ করা হয়নি । উল্লেখ্য,চলতি বছরের এপ্রিলে অনাস্থা ভোটের মুখোমুখি হওয়ার পর পাকিস্তানের প্রধানমন্ত্রীর পদ থেকে ইমরান খানকে অপসারণ করা হয় ।।