এইদিন ওয়েবডেস্ক,বাদাখশান,২১ অক্টোবর : আফগানিস্তানের বাদাখশান প্রদেশে তালিবানের সঙ্গে এনআরএফ(National Resistance Front) এর মধ্যে তুমুল সংঘর্ষ চলছে । দু’পক্ষের মধ্যে প্রচুর হতাহতের খবর পাওয়া গেছে । সংঘর্ষে বাদাখশান (Badakhshan) প্রদেশের এনআরএফ-এর একজন শীর্ষ কমান্ডার এবং তাঁর নেতৃত্বাধীন ৯ জন নিহত হয়েছেন । অন্যদিকে আরঘাঞ্চখাহ (Arghanchkhah),রাঘ(Ragh), ইফতাল বালা (Yiftal Bala) এবং শেওয়া (Sheewa) জেলায় ন্যাশনাল রেজিস্ট্যান্স ফ্রন্ট (এনআরএফ) বাহিনীর বিরুদ্ধে সংঘর্ষে ২১ তালিবান যোদ্ধা নিহত এবং ৭ জন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে ।
জানা গেছে,বৃহস্পতিবার তালিবানরা এনআরএফ এর সিনিয়র কমান্ডার সৈয়দ বাহরুদ্দিন আগাকে ঘিরে ফেলে । দু’পক্ষের মধ্যে গুলির লড়াই শুরু হলে গুলিবিদ্ধ হয়ে এনআরএফ কমান্ডার ও তাঁর দলেন ৯ জন মারা যান । এনআরএফ বাদাখশান যুদ্ধে শীর্ষ কমান্ডারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করলেন এই বিষয়ে মুখ খোলেনি তালিবান ।
জানা গেছে,বিগত এক সপ্তাহ ধরে বাদাখশানের চারটি জেলায় তালিবান-এনআরএফ এর সংঘর্ষ চলছে । সাম্প্রতিক দিনগুলিতে তালিবানের অন্তত ৮ টি আক্রমণ প্রতিহত করেছে এনআরএফ । সম্প্রতি তালিবানরা এনআরএফ বাহিনীর বিরুদ্ধে বাদাখশানে একটি বড় আকারের অভিযান শুরু করার জন্য তাদের বাহিনীকে একত্রিত করেছে ।।