দিব্যেন্দু রায়,ভাতার(পূর্ব বর্ধমান),২১ অক্টোবর : পাশাপাশি দুই বাড়ির মাঝে এক ফালি জায়গা নিয়ে দুই প্রতিবেশী পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে অশান্তি চলছিল । বৃহস্পতিবার সন্ধ্যায় ফের একপ্রস্থ অশান্তি বাধে । তার জেরে প্রতিবেশী ব্যক্তিকে লোহার রড দিয়ে পেটানোর অভিযোগ উঠল অপরপক্ষের বিরুদ্ধে । ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার এরুয়ার গ্রামে । শেরজান মল্লিক নামে ওই ব্যক্তির মাথা ফেটে রক্তারক্তি হয়ে যায় । ভাঙে বাম হাতের বুড়ো আঙুল । পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য ভাতার গ্রামীন হাসপাতালে আনে । পরে জখম ব্যক্তি এনিয়ে তাঁর প্রতিবেশী আলাউদ্দিন মোল্লা,আলাউদ্দিনের স্ত্রী আঙ্গুরা বিবি ও ভাই নূরউদ্দিনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন । অভিযোগের ভিত্তিতে পুলিশ আলাউদ্দিনকে গ্রেফতার করছে । বাকিদের খুঁজছে পুলিশ । শুক্রবার ধৃতকে বর্ধমান আদালতে পাঠানো হয়েছে ।
জানা গেছে,জখম শেরজান মল্লিক কাঠমিস্ত্রির কাজ করেন । অন্যদিকে আলাউদ্দিন পেশায় গাড়িচালক । তাঁদের বাড়ির মাঝে ফুট চারেক চওড়া গলি রয়েছে । আর তা নিয়েই দুই পরিবারের মধ্যে বিবাদ । এদিকে নতুন বাড়ি নির্মানের কাজ শুরু করেছেন আলাউদ্দিন । শেরজানের অভিযোগ জল নিকাশির জন্য জায়গা না ছেড়ে উলটে জায়গা চাপিয়ে নিয়ে বাড়ি নির্মান করছেন তাঁর প্রতিবেশী । বৃহস্পতিবার আমিন ডেকে মাপজোখও হয়েছিল । তাতে অশান্তি আরও তীব্র আকার ধারন করে ।
শেরজানের কথায়,’আমিন মেপে জানিয়ে দেয় আলাউদ্দিন জায়গা না ছেড়ে উলটে কিছুটা জায়গা চাপিয়ে নিয়ে বাড়ি করছে । এনিয়ে আমি প্রতিবাদ করলে আলাউদ্দিন, তাঁর স্ত্রী ও ভাই লাঠি ও রড নিয়ে আমার হাতে চড়াও হয়ে ব্যাপক মারধর করে । আমার মাথা ফেটে যায় । বাম হাতের একটি আঙুল ভাঙে ।’ যদিও অন্যপক্ষের মতামত পাওয়া যায়নি ।।