এইদিন ওয়েবডেস্ক,(এনজামেনা)চাদ,২১ অক্টোবর : মধ্য আফ্রিকান দেশ চাদে(Chad) সরকার বিরোধী বিক্ষোভে নির্বিচারে গুলি চালিয়েছে সেদেশের সেনাবাহিনী । গুলিতে অন্তত ৬০ জনের মৃত্যু হয়েছে । আহত হয়েছে নুন্যতম ৩০০ জন বিক্ষোভকারী । জানা গেছে,চাদের দ্বিতীয় বৃহত্তম শহর মাউন্ডুতে ৩২ জন বিক্ষোভকারী নিহত ও ৬০ জন আহত হয়েছেন। অন্যান্য বিক্ষোভগুলো দক্ষিণ চাদের ডোবা ও সারহে শহরে হয় ।
প্রধানমন্ত্রী সালেহ কেবজাবো(Saleh Kebzabo) বৃহস্পতিবার বলেছেন,’বিক্ষোভটিকে সশস্ত্র বিদ্রোহ হিসেবে দেখা হচ্ছে । পরিস্থিতি সামাল দিতে কারফিউ জারি করা হয়েছে ।’চাদের অন্তর্বর্তীকালীন নেতা মহামত ইদ্রিস ডিবাইয়ের (Mahamat Idriss Deby) ক্ষমতার দুই বছরের মেয়াদ বাড়ানোর বিরুদ্ধে এই বিক্ষোভ বলে জানা গেছে । এনিয়ে এই ধরনের হত্যাকাণ্ডের ঘটনা দু’বার ঘটল চাদে । ১৮ মাস আগে প্রেসিডেন্ট মহামত ডিবাই ক্ষমতা গ্রহণের পর হওয়া বিক্ষোভের চেয়ে এটি ছিল সবচেয়ে বড় সরকার বিরোধী বিক্ষোভ।
এদিকে বিক্ষোভকারীদের গুলি করে হত্যার নিন্দা জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, আফ্রিকান ইউনিয়ন, ফ্রান্সসহ বিশ্বের বিভিন্ন দেশ । ঘটনায় জড়িতদের বিচার ও শাস্তির দাবি তুলেছে তারা । বিক্ষোভকারীদের ওপর দমনপীড়ন চালানো বন্ধ করার আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ।সংস্থার পশ্চিম মধ্য আফ্রিকার পরিচালক দাউদ চাদিয়ান বলেছেন,’সাধারণ মানুষের হত্যাকারীদের অবিলম্বে বিচারের আওতায় আনতে হবে ।’ যদিও চাদ সরকারের মুখপাত্র আজিজ মাহামত সালেহের দাবি, রাজধানী এনজামেনায় ৩০ জন নিহত ও অনেক আহত হয়েছেন । উল্লেখ্য,চাদের প্রেসিডেন্টের বাবা প্রেসিডেন্ট ইদ্রিস ডিবাই ইতনো ২০২১ এপ্রিলে বিদ্রোহী সেনাদের হাতে নিহত হয়েছিলেন ।।