এইদিন ওয়েবডেস্ক,হরিদ্বার,২১ অক্টোবর : দুদিনের উত্তরাখণ্ড সফরে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । শুক্রবার সকাল ৮.২০ মিনিটে তিনি কেদারনাথ ধামে পৌঁছান । বাবা কেদারের দর্শনের পর তিনি রুদ্রাভিষেক অনুষ্ঠানে যোগ দেন । তার সঙ্গে উপস্থিত ছিলেন উত্তরাখণ্ডের রাজ্যপাল গুরমিত সিং এবং মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী । এদিন প্রধানমন্ত্রীর কেদারনাথ মন্দির উন্নয়নসহ বিভিন্ন প্রকল্পে ৩,৪০০ কোটিরও বেশি উপহার দেওয়ার কথা ঘোষণা করার কথা রয়েছে । এছাড়া কেদারনাথ ধামে রোপওয়ে প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী । তীর্থযাত্রীদের সুবিধার্থে এবং যানজট নিয়ন্ত্রণের জন্য কেদারনাথে নির্মিত নতুন মন্দাকিনী আস্থা পথ এবং সরস্বতী আস্থা পথ পরিদর্শন করবেন এবং এই প্রকল্পগুলি নির্মাণকারী শ্রমিকদের সাথে কথা বলবেন ।
প্রধানমন্ত্রী মোদি তার সফরের সময় প্রথমবারের মতো বদ্রীনাথে রাত্রিযাপন করবেন এবং ভারত-চীন সীমান্তের মানা গ্রামে একটি জনসভায় ভাষণ দেবেন । তিনি ‘বর্ডার ভিলেজ ডেভেলপমেন্ট প্রোগ্রাম’ এবং বদ্রীনাথ মাস্টার প্ল্যান প্রকল্পের পর্যালোচনা করবেন । প্রধানমন্ত্রী হওয়ার পর নরেন্দ্র মোদীর এটি ষষ্ঠ কেদারনাথ সফর । এর আগে ২০১৭ সালের ৩ মে প্রথমবারের মতো কেদারনাথ ধাম পরিদর্শন করেছিলেন । ওই বছর ১৯ অক্টোবরেও কেদারনাথ ধামে দর্শন ও পূজার পাশাপাশি বহু নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন । পরের বছর ৭ নভেম্বর দীপাবলি উপলক্ষে কেদারনাথ ধামে গিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদী ।।