এইদিন ওয়েবডেস্ক,হেরাত(আফগানিস্তান),২১ অক্টোবর : বেশ কয়েক দিন ধরে আফগানিস্তানের হেরাত প্রদেশের আদালতগুলি বন্ধ রেখে দিয়েছে তালিবান । প্রায় এক সপ্তাহ থেকে হেরাতের প্রাথমিক আদালত ও আপিলের গেট বিচার প্রার্থীদের জন্য জন্য বন্ধ করে রাখা হয়েছে বলে স্থানীয় সুত্রে খবর । অন্যদিকে হেরাত প্রদেশের সূত্র বলছে যে তালিবান নেতা মোল্লা হেবাতুল্লা আখুন্দজাদা কান্দাহারের হেরাতে বিচারকদের ডেকে পাঠিয়েছিলেন ।
হেরাতের বিচারকদের তলব করার পরে প্রদেশের আপিল আদালত এবং প্রাথমিক আদালতগুলি তাদের কার্যক্রম বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি । তালিবানের সূত্রের খবর,হেরাতের প্রাথমিক ও আপিল আদালতের কার্যক্রম ১০ দিনের জন্য স্থগিত করা হয়েছে । কিন্তু আচমকা আদালত বন্ধ রাখার কারন স্পষ্ট নয় ।।