এইদিন ওয়েবডেস্ক,মস্কো,২০ অক্টোবর : বুধবার (১৯ অক্টোবর ২০২২) রুশ নিরাপত্তা পরিষদের বৈঠক চলাকালীন ইউক্রেনের রুশ-অধিকৃত অঞ্চলে সামরিক আইন চালু করার কথা ঘোষণা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন । রাশিয়ান বার্তা সংস্থা আরআইএ নভোস্তি জানিয়েছে,খেরসন, জাপোরিঝজিয়া, লুহানস্ক এবং ডোনেটস্ক ওব্লাস্টে সামরিক আইন প্রবর্তনের ডিক্রিতে স্বাক্ষর করেছেন রুশ প্রেসিডেন্ট । বৃহস্পতিবার(২০ অক্টোবর ২০২২) মধ্যরাত থেকে এই আইন কার্যকর হবে বলে মনে করা হচ্ছে ।
গত ২৭ সেপ্টেম্বর খেরসন, জাপোরিঝজিয়া, লুহানস্ক এবং দোনেটস্ক ওব্লাস্টের অধিকৃত অঞ্চলে গনভোট করেছিল রাশিয়া । ফলাফলে রাশিয়ার সঙ্গে সংযুক্তির পক্ষে ৯০ শতাংশ মানুষ ভোট দিয়েছিল বলে দাবি করা হয়েছিল । এরপর গত ৩০ সেপ্টেম্বর পুতিন ডনবাস কর্তৃপক্ষকে খেরসন এবং জাপোরিঝিয়া ওব্লাস্টের সহযোগীদের সংযোজনে সম্মত হওয়া কাগজপত্রে স্বাক্ষর করার নির্দেশ দেন । যদিও অঞ্চলগুলিকে অন্তর্ভুক্ত করার বিষয়ে পুতিনের ডিক্রিকে বাতিল এবং অকার্যকর হিসাবে ঘোষণা করেছেন ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি ।।