এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,২০ অক্টোবর : ভারতকে চাপে ফেলতে পাকিস্থানকে ব্যবহার করার চক্রান্ত নিরন্তর করে যাচ্ছে আমেরিকা,জার্মানিসহ পশ্চিমি দেশগুলি । এদিকে বিস্তারবাদী চীন পূর্বত্তর ভারতের বেশ কিছু অংশ নিজের এলাকা বলে দাবি করে প্রায়ই অশান্তি বাধায় । চীন ও আমিরেকাসহ পশ্চিমি দেশের চক্রান্তের বিরুদ্ধে ফের একবার সামনে এসে দাঁড়ালো ভারতের পুরনো বন্ধু রাশিয়া । সমগ্র জম্মু ও কাশ্মীর, লাদাখ এবং অরুণাচল প্রদেশকে ভারতের অবিচ্ছেদ্য অংশ হিসেবে স্বীকৃতি দিয়েছে রাশিয়া । রাশিয়ান সরকার কর্তৃক জারি করা এসসিও সদস্য দেশগুলোর মানচিত্রে পাকিস্তান-অধিকৃত কাশ্মীর (পিওকে) এবং আকসাই চিনের পাশাপাশি সমগ্র অরুণাচল প্রদেশকে ভারতের অংশ হিসাবে দেখানো হয়েছে ।
উল্লেখ্য,জম্মু-কাশ্মীরকে নিজের বলে দাবি করে যেকোনো আন্তর্জাতিক ফোরামে জল ঘোলা করার চেষ্টা করে পাকিস্থান । আর পাকিস্থানের বিদ্বেষকে কাজে লাগিয়ে ভারতের উপর চাপ সৃষ্টির কৌশল নেয় আমেরিকাসহ পশ্চিমি দেশগুলি । তারই অঙ্গ হিসাবে সম্প্রতি মার্কিন রাষ্ট্রদূত পিওকে সফর করে পাকিস্তান-অধিকৃত কাশ্মীরকে ‘আজাদ কাশ্মীর’ বলে অভিহিত করেন । এরপর জার্মান বিদেশমন্ত্রী ভারত ও পাকিস্তানের মধ্যে কাশ্মীর বিরোধ সমাধানে জাতিসংঘের হস্তক্ষেপের কথা বলেছিলেন । যদিও আমেরিকা ও জার্মানির এই ভন্ডামির কড়া জবাব দিয়েছিল নয়াদিল্লি ।
এবার এই বিষয়ে ভারতের পাশে এসে দাঁড়াল রাশিয়া । রাশিয়ার প্রকাশিত মানচিত্রকে চীনের বিস্তারবাদ নীতি ও পশ্চিমিদেশগুলিকে রাশিয়ার কড়া জবাব হিসাবে দেখা হচ্ছে । তবে এই প্রথম নয়, ১৯৪৭ সালের পর থেকেই তৎকালীন সোভিয়েত ইউনিয়ন ভারতের পাশে এসে দাঁড়িয়েছে । জাতিসংঘে ভারত বিরোধী একাধিক প্রস্তাবকে ভেটো ব্যবহার করে খারিজ করে দিয়েছে মস্কো । এবারের রাশিয়ার এই উদ্যোগের ফলে পাকিস্তান অধিকৃত কাশ্মীর (পিওকে) নিয়ে ভারতের দাবি আন্তর্জাতিক স্তরে আরও মজবুত হল বলে মনে করা হচ্ছে ।।