এইদিন ওয়েবডেস্ক,তেহেরান,২০ অক্টোবর : সরকার বিরোধী বিক্ষোভে জড়িত থাকার অভিযোগে ১৪ বিদেশীকে গ্রেফতার করল ইরান । ওই তালিকায় রয়েছে আমেরিকান, অস্ট্রিয়া,রাশিয়া,ব্রিটিশ,ফরাসি এবং আফগান নাগরিকরা । যার মধ্যে আফগান নাগরিকরা সবচেয়ে বেশি রয়েছে বলে জানিয়েছে আধা সরকারি ফারস নিউজ এজেন্সি (semi-official Fars news agency) । তবে কখন এবং কোথায় তাদের গ্রেপ্তার করা হয়েছে তা জানায়নি ওই সংবাদ মাধ্যম ।
সংবাদ সংস্থা জানিয়েছে,চলতি বছরের ১৬ সেপ্টেম্বর মাহসা আমিনি ইরানের পুলিশের হেফাজতে মৃত্যুর পর দেশব্যাপী বিক্ষোভের জন্য “বিদেশী শত্রুদের” সাথে যুক্ত “ঠগদের” দায়ী করছে ইরান । গ্রেপ্তারকৃতদের মধ্যে নয়জন বিদেশীর বিরুদ্ধে গত মাসে তেহেরানে বিক্ষোভের জন্য দায়ি করা হয়েছে । ইরানের নৈতিকতা পুলিশের হেফাজতে আমিনির মৃত্যুর পর ইরানের ধর্মগুরু পরিচালিত ইসলামিক প্রজাতন্ত্র সরকারের পতনের দাবি তুলছে সাধারণ মানুষ । ১৯৭৯ সালের পর এই দাবিতে এটাই সব চেয়ে বড় বিক্ষোভ । যদিও ইরানের বর্তমান সরকারের পতনের সম্ভাবনা দেখা যাচ্ছে না । উলটে মার্কিন যুক্তরাষ্ট্র এবং কয়েকটি ইউরোপীয় দেশকে অস্থিরতা ব্যবহার করে ইসলামিক প্রজাতন্ত্রকে অস্থিতিশীল করার চেষ্টা করার অভিযোগ তুলছে তেহরান ।।