এইদিন ওয়েবডেস্ক,মুম্বাই,২০ অক্টোবর : মহারাষ্ট্রের পানভেল থেকে ৪ পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার (পিএফআই) সদস্যকে গ্রেফতার করল অ্যান্টি টেররিজম স্কোয়াড (এটিএস) । নিষেধাজ্ঞার পরেও ধৃতরা পিএফআই-এর হয়ে প্রচার চালিয়ে যাচ্ছিল বলে অভিযোগ । এটিএস জানিয়েছে,মহারাষ্ট্র এটিএস পানভেলে পিএফআই সদস্যদের একটি বৈঠকের বিষয়ে আগাম খবর পেয়েছিল। এর পরে এটিএস অভিযান চালিয়ে ওই ৪ জনকে গ্রেপ্তার করে।
মহারাষ্ট্র পুলিশের সন্ত্রাসবিরোধী দল (এটিএস) দ্বারা গ্রেফতারকৃত পিএফআই সদস্যের সংখ্যা এনিয়ে ২৫ ছাড়িয়েছে। সম্প্রতি এটিএস বেআইনি কার্যকলাপ (নিষিদ্ধকরণ) আইনের অধীনে পিএফআই-এর জালনা জেলা ইউনিটের প্রাক্তন প্রধান শেখ উমর শেখ হাবিব (৩০) কে গ্রেফতার করে । এর আগে ২২ সেপ্টেম্বর পিএফআই-এর বিরুদ্ধে সন্ত্রাস-সম্পর্কিত কার্যকলাপের অভিযোগে দলটির বিরুদ্ধে দেশব্যাপী অভিযানের চালানো হয় । তখন পিএফআই-এর বিরুদ্ধে চারটি মামলা নথিভুক্ত করা হয়েছিল ।
প্রসঙ্গত,গত মাসে কেন্দ্রীয় সরকার সন্ত্রাসবাদী কর্মকাণ্ডে যুক্ত থাকা ও অর্থায়নের অভিযোগে পিএফআইকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করেছিল ।
অন্যদিকে, অখিলেশ যাদবের সমাজবাদী পার্টির সম্বলের সাংসদ শফিকুর রহমান বার্ক পিএফআই সদস্যদের গ্রেপ্তারের পর আরএসএস-কেও নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন ।।