এইদিন ওয়েবডেস্ক,জয়পুরহাট(বাংলাদেশ),২০ অক্টোবর : প্রতিমা বিসর্জন করতে গিয়ে যমুনা নদীতে নিখোঁজ দুই পড়ুয়া । বাংলাদেশের জয়পুরহাটের ঘটনা । নিখোঁজ দুই পড়ুয়ার নাম সনজিৎ কুমার বাঁশফোর (১৯) ও তন্ময় কুমার রজক (১৫) । দুই পড়ুয়াই জয়পুরহাট শহরের রেল কলোনি এলাকার বাসিন্দা । সনজিৎ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী । তন্ময় কাশিয়াবাড়ি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণিতে পড়াশোনা করে ।
জানা গেছে,জয়পুরহাট শহরের রেল কলোনিতে গ্রাম্য কালীপুজো ছিল । বুধবার দুপুর ২টার দিকে জয়পুরহাট সদর উপজেলার চকশ্যাম ব্রিজের কাছে ছোট যমুনা নদীতে প্রতিমা বিসর্জন করতে গিয়েছিল ওই দুই পড়ুয়াসহ বেশ কয়েকজন । সেই সময় নদীর মাঝখানে প্রবল ঘূর্ণিপাক শুরু হয় । তন্ময় ও পরে সনজিৎ ওই ঘূর্ণীতে পড়ে তলিয়ে যায় । খবর পেয়ে পুলিশ ও জয়পুরহাট ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ চালায়। পরে রাজশাহীর ডুবুরি দলকে খবর দেওয়া হলে তারাও উদ্ধার কাজে অংশ নেয় । কিন্তু রাত্রি ১০ টা পর্যন্ত তল্লাশি চালিয়েও তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি । বৃহস্পতিবার সকাল থেকে ফের উদ্ধার অভিযান শুরু হয় ।।