এইদিন ওয়েব ডেস্ক,কাটোয়া,১১ নভেম্বর ঃ সারাদেশ জুড়ে উপনির্বাচনে জয়জয়কার বিজেপির। বুথফেরত সমীক্ষায় সমস্ত এজেন্সির সমীকরণকে ও ‘ভবিষৎবাণী’ কে ব্যর্থ করে বিহারের নির্বাচনে এবারও জয়জয়কার বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের। দলের এই সাফল্যের জন্য এবং আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বুধবার পূর্ব বর্ধমান জেলার দাঁইহাট শহরে বিজয়উৎসব পালন করল বিজেপি। বিজেপির বর্ধমান পূর্ব(গ্রামীণ)জেলা সভাপতি কৃষ্ণ ঘোষের নেতৃত্বে এদিন বিকেলে বিজেপি কর্মীসমর্থকরা দাঁইহাট বাসস্ট্যান্ড সংলগ্ন দলীয় কার্যালয় থেকে বিজয়মিছিল শুরু করেন। দলীয় কার্যালয়ে সাধারণ পথচারীদের মধ্যে লাড্ডু বিতরণ করা হয়। কৃষ্ণ ঘোষ দলীয় সহকর্মী থেকে পথচারীদের নিজের হাতে লাড্ডু খাইয়ে দেন। বিজেপির এই অভাবনীয় সাফল্য ঘিরে কার্যত আবেগে ভাসেন দলের কর্মীসমর্থদের সঙ্গে স্থানীয় বাসিন্দারাও। এদিনের এই বিজয় উৎসবে জেলা সভাপতি ছাড়াও উপস্থিত ছিলেন দাঁইহাট নগর মন্ডল সভাপতি সমরেশ মন্ডলসহ বিজেপির শতাধিক কর্মী ও সমর্থক ।
কৃষ্ণ ঘোষ বলেন, ” দেশের বিভিন্ন রাজ্যে উপনির্বাচনগুলির মধ্যে গুজরাতে আমরা ৮ এর মধ্যে ৮, মধ্যপ্রদেশে ২৮ এর মধ্যে ২১, উত্তরপ্রদেশে ৭ এর মধ্যে ৬ এবং কর্ণাটকে ২ এর মধ্যে২ টি আসনেই জয়লাভ করেছি। বিহারে সমস্ত সার্ভে এজেন্সির সার্ভে ফেল করে গিয়েছে। এই ফলাফল থেকে প্রমাণিত দেশবাসী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপিকেই চান। এবার পশ্চিমবঙ্গে পরিবর্তনের পালা।” কৃষ্ণ ঘোষ এদিন বিজয় উৎসব পালনের পাশাপাশি দলের কর্মীদের সঙ্গে স্বল্পক্ষণ সাংগঠনিক আলোচনা সারেন।