দিব্যেন্দু রায়,আউশগ্রাম(পূর্ব বর্ধমান)১৯ অক্টোবর : বেহাল রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ করল পূর্ব বর্ধমান জেলার আউশগ্রাম ব্লকের বেশ কয়েকটি গ্রামের বাসিন্দারা । বুধবার গ্রামবাসীরা গুসকরা ইলামবাজার সড়কপথ অবরোধ করে রেখে রাস্তা সংস্কারের দাবিতে বিক্ষোভ দেখায় । শেষে পুলিশ গিয়ে আশ্বাস দিলে আধ ঘন্টা খানেক পর অবরোধ তুলে নেওয়া হয় । মূলত আউশগ্রাম-কালীদহ রাস্তাটি নিয়ে ক্ষোভ গ্রামবাসীদের । আউশগ্রাম-১ বিডিও অরিন্দম বন্দ্যোপাধ্যায় জানিয়েছে,রাস্তাটি জেলাপরিষদের অধীনে । সংস্কারের আবেদন জানিয়ে আগেই জেলাপরিষদের কাছে চিঠি পাঠানো হয়েছে ।
জানা গেছে,আউশগ্রাম-কালীদহ রাস্তাটি কালীদহ, সিলুট, বসন্তপুর, বেরেণ্ডা, কুড়ুম্বা, সোমাইপুর প্রভৃতি সহ একাধিক গ্রামে যাতায়াতের অন্যতম মূল রাস্তা । রাস্তার উপরেই পড়ছে কুনুর নদীর কাঁদরের ওপর একটি বড় সেতুসহ বেশ কয়েকটি ছোটখাটো সেতু । গ্রামবাসীদের অভিযোগ,প্রায় ১০ কিলোমিটার দৈর্ঘের ওই রাস্তাটি দীর্ঘ দিন ধরে সংস্কার হয়নি । ফলে রাস্তা জুড়ে বড় বড় খানাখন্দে ভর্তি । তার ওপর সেতুগুলির জরাজীর্ণ অবস্থা । ফলে নিত্যদিন দূর্ঘটনার কবলে পড়তে হচ্ছে গ্রামবাসীদের । এক প্রকার প্রাণের ঝুঁকি নিয়েই চলাচল করতে বাধ্য হচ্ছে গ্রামবাসীরা ।
গ্রামবাসীদের অভিযোগ,রাস্তার পাশাপাশি সেতুগুলি সংস্কারের জন্য দীর্ঘদিন ধরে তাঁরা প্রশাসনের বিভিন্ন মহলে গিয়ে তদ্বির করেছেন । কিন্তু কোনো সুরাহা হয়নি । তাই তারা বাধ্য হয়েই এদিন সড়ক পথ অবরোধ করেছেন ।।