প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,১৯ অক্টোবর : যাত্রী বিক্ষোভের জেরে থমকে গেল রাজধানী এক্সপ্রেসের যাত্রা ।মেল ও এক্সপ্রেস ট্রেন পাস করানোর জন্য ডাউন রামপুরহাট- বর্ধমান লোকাল কে প্রতিদিন খানা জংশন স্টেশনে দীর্ঘক্ষণ দাঁড় করিয়ে রাখায় প্রতিবাদ ক্ষুদ্ধ যাত্রীরা বুধবার লাইনে দাঁড়িয়ে পড়েন।তার ফলেই ডাউন নয়াদিল্লি হাওড়া রাজধানী এক্সপ্রেসের যাত্রা সেখানে থমকে যায়। ঘন্টা খানেক অবরোধ চলার পর রেল কর্তৃপক্ষের আশ্বাসের পর অবরোধ ওঠে।তারপর রাজধানী সহ সব ট্রেনের চলাচল শুরু হয়। অবরোধের জেরে ডাউন কাজিরাঙ্গা এক্সপ্রেস আটক পড়ে বনপাস স্টেশনে। খানা জংশন স্টেশনে আটকে থাকে একটি সেলুনকার।বর্ধমান স্টেশন থেকে ছাড়তে দেরী হয় আপ বর্ধমান রামপুরহাট লোকাল।
অবরোধ বিক্ষোভে অংশ নেওয়া ট্রেন যাত্রী সুভাষ মণ্ডল,শেখ মহসিনরা বলেন, “প্রতিদিন রামপুরহাট ও বর্ধমান লোকাল ট্রেনগুলি খানাজংশনে দীর্ঘক্ষণ দাঁড় করিয়ে রেখে মেল ও এক্সপ্রেস ট্রেন পাস করানো হয়।এদিন ডাউন রামপুরহাট লোকাল খানা জংশন স্টেশনে ঢোকে সকাল ৮ – ২৭ মিনিটে।তারপর থেকে ট্রেনটিকে দাঁড় করিয়ে রেখে একের পর এক মেল ও এক্সপ্রেস ট্রেন পাস করা হয় মেইন লাইনে। ফলে যাত্রীরা ক্ষুব্ধ হয়ে রেল লাইনে নেমে পড়ে।প্রতিদিন এরকম চলতে থাকায় ট্রেনের যাত্রীদের চরম দুর্ভোগে পড়তে হচ্ছে । তা নিয়ে যাত্রীদের ক্ষোভ এদিন চরমে পৌছায় । তারা রেলপথে দাঁড়িয়ে পড়ে এদিন বিক্ষোভ দেখায় ।
ঘন্টা খানেক অবরোধ চলার পর রেল কর্তৃপক্ষ আশ্বাস দেয় ১৫ দিনের মধ্যে সমস্যার সমাধান করা হবে।তারপর যাত্রীরা রেল লাইন থেকে ওঠে।।