এইদিন ওয়েবডেস্ক,আঙ্কারা,১৯ অক্টোবর : তুরস্কে অভ্যুত্থানের ষড়যন্ত্রের অভিযোগে পাঁচ শতাধিক মানুষকে গ্রেফতার করা হয়েছে । ধৃতদের বিরুদ্ধে ২০১৬ সালে ব্যর্থ অভ্যুত্থানের ষড়যন্ত্র করার অভিযোগ তোলা হয়েছে । তুর্কির স্বরাষ্ট্রমন্ত্রী সুলেমান সোয়লু (Suleyman Soylu)বলেছেন, মঙ্গলবার ৮১ টি প্রদেশের মধ্যে ৫৯ টিতে অভিযান চালানো হয়েছিল । ৭০০ জনেরও বেশি মানুষের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে । যার মধ্যে ৫৪৩ জনকে গ্রেফতার করা হয়েছে ।
ধৃতরা যুক্তরাষ্ট্রভিত্তিক প্রচারক ফেতুল্লাহ গুলেনের (Fethullah Gulen) সমর্থক । বিদেশ থেকে অর্থ সংগ্রহ করে অভ্যুত্থানের কাজে ব্যবহার করা হয়েছিল বলে সন্দেহ তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগানের (Recep Tayyip Erdogan) ।
উল্লেখ্য,তাইয়্যেপ এরদোগান একসময় গুলেনের বন্ধু ছিলেন । এরদোগানের সন্দেহ তাঁর ওই বন্ধুই ২০১৬ সালের জুলাইয়ে তার বিরুদ্ধে ব্যর্থ অভ্যুত্থানের পেছনে রয়েছে । যদিও মুসলিম ধর্মগুরু গুলেন এই অভিযোগ বারবার অস্বীকার করেছেন । বর্তমানে গুলেন মার্কিন যুক্তরাষ্ট্রে রয়েছেন । তুরস্ক গুলেনকে দেশে ফিরিয়ে আনার জন্য অনুরোধ করলেও আমেরিকা সে কথায় কর্ণপাত করেনি । এদিকে গুলেনের সাথে সম্পর্কের সন্দেহে তুরস্কে প্রায় ৬ বছরে ৩ লাখেরও বেশি মানুষকে গ্রেফতার করা হয়েছে । মঙ্গলবার গ্রেফতার হওয়া মানুষের মধ্যে বহু মহিলাও রয়েছেন ।।