এইদিন ওয়েবডেস্ক,লস অ্যাঞ্জেলেস,১৯ অক্টোবর : মডেলিংয়ে সুযোগ পাইয়ে দেওয়ার নামে একাধিক মহিলা ও কিশোরীকে ধর্ষণের অভিযোগে মার্কিন অভিনেতা এবং র্যাপার কালান ওয়াকারকে (Kaalan Walker) ৫০ বছরের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে । তিন কিশোরী এবং চারজন মহিলার আনা অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছিল তাঁকে । বছর সাতাশের ওয়াকারের বিরুদ্ধে ওই অভিযোগগুলির মধ্যে রয়েছে তিনটি জোরপূর্বক ধর্ষণ, দুটি বিধিবদ্ধ ধর্ষণ এবং দুটি নেশা করে ধর্ষণের ঘটনা । অভিনেতার আইনজীবী অ্যান্ড্রু ফ্লিয়ার এই সাজাকে ‘খুবই কঠোর’ বলে বর্ণনা করে জানিয়েছেন তিনি উচ্চ আদালতে আপিল করবেন ।
কালান ওয়াকারের র্যাপার নাম কেআর । ২০১৮ সালের “সুপারফ্লাই” চলচ্চিত্রের রিমেকে একটি গ্যাং সদস্যের ভূমিকায় অভিনয় করেছিলেন । এছাড়া হ্যালি বেরি এবং ড্যানিয়েল ক্রেগ অভিনীত ২০১৭ সালের চলচ্চিত্র “কিংস”-এও অভিনয় করেছিলেন তিনি । ওয়াকারের বিরুদ্ধে অভিযোগ, ইনস্টাগ্রাম এবং টুইটারের মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলি ব্যবহার করে মডেলিং-এ সুযোগ করে দেওয়ার আশ্বাস দিয়ে মহিলা ও কিশোরীদের প্রলুব্ধ করতেন । তারপর তাদের ডেকে নিয়ে এসে ধর্ষণ করতেন । ২০১৬ সাল থেকে এভাবে চারজন মহিলা এবং তিনজন কিশোরীকে ধর্ষণ করেছিলেন কালান ওয়াকার । তাঁকে ২০১৮ সালে গ্রেপ্তার করা হয়েছিল । পরে অবশ্য তিনি জামিনে মুক্তি পেয়েছিলেন । দোষী সব্যস্ত করার পর সোমবার তার সাজা ঘোষণা করা হয় ।।