এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,১৮ অক্টোবর : এশিয়া কাপ-২০২৩ আয়োজিত হওয়ার কথা ছিল পাকিস্থানে । কিন্তু পাকিস্থানে গিয়ে খেলছে ইচ্ছুক নয় ভারত । তাই নিরপেক্ষ কোনো দেশে এশিয়া কাপ আয়োজন করা হবে বলে জানিয়েছেন বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (BCCI) সেক্রেটারি তথা শাহ এশিয়া ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি জয় শাহ । মঙ্গলবার (১৮ অক্টোবর ২০২২) তিনি বলেছেন,’আমরা একটি নিরপেক্ষ ভেন্যুতে এশিয়া কাপ ২০২৩-এর আয়োজন করবো । আমাদের দলের পাকিস্তান সফরের অনুমতির বিষয়ে সিদ্ধান্ত নেয় ভারত সরকার । এই বিষয়ে আমি কিছু মন্তব্য করবো না । তবে ২০২৩ এশিয়া কাপের জন্য, সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে টুর্নামেন্টটি একটি নিরপেক্ষ ভেন্যুতে অনুষ্ঠিত হবে ।’
এদিকে জয় শাহের এই বক্তব্যের পর পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার সাঈদ আনোয়ার বলেছেন,’যখন সমস্ত আন্তর্জাতিক দল এবং আন্তর্জাতিক ক্রিকেটাররা পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে পাকিস্তানে আসছে, তখন বিসিসিআইয়ের সমস্যাটা কোথায় ? যদি তাইই হয়,তাহলে পাকিস্তান ক্রিকেট বোর্ডেরও (পিসিবি) ইচ্ছা যে আগামী বছর ভারতে অনুষ্ঠিত হতে চলা ওয়ানডে বিশ্বকাপকেও একটি নিরপেক্ষ ভেন্যুতে স্থানান্তরিত করা হোক ।’
কিন্তু সাঈদ আনোয়ার যতই কঠোর অবস্থান নেওয়ার কথা বলুন না কেন পাকিস্থান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান তথা প্রাক্তন পাক ক্রিকেটার রামিজ রাজার গলায় ভিন্ন সুর শোনা গেল । রামিজ রাজার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে । ভিডিওতে রামিজকে বলতে শোনা গেছে,’পাকিস্থান ক্রিকেট বোর্ডের ৫০ শতাংশ খরচ দেয় আইসিসি । আইসিসি টুর্নামেন্ট করিয়ে ফান্ড সংগ্রহ করে । সেই টাকা সদস্য দেশগুলির মধ্যে ভাগ করে দেয় । আর আইসিসির যে ফান্ডিং হয় তার ৯০ শতাংশ ভারতের বাজার থেকে আসে । এক প্রকার ভারতে ব্যবসার উপরেই পাকিস্থানের ক্রিকেট বোর্ড চলে । এখন ভারতের প্রধানমন্ত্রী যদি কখনও মনে করেন যে তিনি আর পাকিস্থানকে টাকা দেবেন না, তাহলে এই ক্রিকেট বোর্ড(পাকিস্থান ক্রিকেট বোর্ড) বন্ধ হয়েও যেতে পারে ।’।