এইদিন ওয়েবডেস্ক, বিকানেরও ভোপাল,১৮ অক্টোবর : বন্ধুদের সাথে স্ত্রী বদলানোর খেলায় অংশগ্রহণ করার জন্য চাপ সৃষ্টি করছিল স্বামী । তাতে রাজি না হওয়ায় বছর বাইশের এক গৃহবধুর সঙ্গে অপ্রাকৃত যৌনতা ও বেদম মারধরের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে । ঘটনাটি ঘটেছে রাজস্থানের বিকানের শহরের একটি পাঁচ তারা হোটেলে । নির্যাতনের পর ওই তরুনী অসুস্থ হয়ে পড়লে বাপের বাড়ি মধ্যপ্রদেশের ভোপালে ফিরে আসেন । তারপর তিনি এনিয়ে ভোপালের মহিলা থানায় অভিযোগ দায়ের করেন । যদিও বিকানের সিটির অতিরিক্ত পুলিশ সুপার অমিত কুমার বুদানিয়া বলেছেন, ‘আমরা ভোপাল পুলিশের কাছ থেকে এমন কোনও মামলার কোনও তথ্য পাইনি। যদি সেখানে এমন কোনও মামলা নথিভুক্ত করা হয়ে থাকে তাহলে ভোপাল পুলিশ তদন্তে সহযোগিতা করবে ।’
ভোপাল মহিলা থানা পুলিশ জানিয়েছে, নির্যাতিতার ছয় মাস আগে রাজস্থানের বিকানেরে বিয়ে হয়েছিল। বিয়ের পর থেকে যৌতুকের দাবিতে শ্বশুরবাড়ির লোকজন তাকে উত্ত্যক্ত করতে শুরু করলেও সে সব সহ্য করে। সে ভেবেছিল ধীরে ধীরে পরিবেশ বদলে যাবে, কিন্তু তার ননদ, শাশুড়ি তাকে হয়রানি চালিয়ে যায় । অতিরিক্ত পন বাবদ পঞ্চাশ লাখ টাকা দাবি করে তারা । নির্যাতিতা তার বাবা মাকে বিষয়টি জানালে তারা মেয়ের শ্বশুরবাড়ির লোকজনকে বোঝানোর চেষ্টা করলেও তাদের হয়রানি থামেনি ।
জানা গেছে,বিকানের একটি পাঁচ তারকা হোটেলে ম্যানেজার হিসেবে কাজ করেন তরুনীর স্বামী । দিন কয়েক আগে মহিলার স্বামী তাঁকে হোটেলে নিয়ে গিয়ে রাখে । নির্যাতিতা বধুর অভিযোগ,’আম্মার (মহিলার স্বামী) হোটেল রুমে আমাকে আটকে রেখেছিল । ফোন কেড়ে নিয়েছিল । এর দিন দুয়েক পর মদ্যপ অবস্থায় আমাকে নিয়ে আম্মার বিকানে ফেরে । মদ, ড্রাগ, অনেক মেয়ের সঙ্গে শারীরিক সম্পর্ক, এমনকি ছেলের সঙ্গেও শারীরিক সম্পর্ক আম্মারের কাছে স্বাভাবিক ঘটনা ।’ তাঁর আরও অভিযোগ,‘আমার স্বামী আমাকে স্ত্রী অদল-বদল খেলায় অংশ নিতে বলে। কিন্তু আমি তা প্রত্যাখ্যান করলে সে আমাকে মারধর করে এবং আমার সঙ্গে অপ্রাকৃত শারীরিক সম্পর্ক করে । রাজি না হওয়ায় আমার উপর অনেক নির্যাতন করে ।’
জানা গেছে,মারধর ও অপ্রাকৃত যৌনতায় ওই বধু গুরুতর অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন তাকে ভোপালে নিয়ে আসে । এরপর নির্যাতিতার স্বামী,শাশুড়ি ও ননদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয় । ভোপালের মহিলা থানার টিআই অঞ্জনা ধুরভে বলেছেন,’মহিলার অভিযোগের ভিত্তিতে বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে । শিগগিরই অভিযুক্ত স্বামী, শাশুড়ি ও ননদকে গ্রেপ্তার করা হবে ।’।