এইদিন ওয়েবডেস্ক,লন্ডন,১৮ অক্টোবর : ভুলের জন্য ক্ষমা চেয়েও পদ ধরে রাখতে অনড় ব্রিটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাস । একটি টেলিভিশন সাক্ষাৎকারে অর্থনৈতিক পরিকল্পনায় ভুলের জন্য তিনি ক্ষমা চেয়েছেন । তবে প্রধানমন্ত্রীত্ব ছাড়ার কোন পরিকল্পনা নেই বলেও তিনি জানান । সোমবার রাতে(১৭ অক্টোবর ২০২২) বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাস বলেছেন,’আমি সত্যিই দায়িত্ব গ্রহণ করতে চাই এবং যে ভুলগুলো করেছি তার জন্য আমি দুঃখিত ।’ তিনি বলেন,’কর কমিয়ে মানুষের সাহায্য করতে চেয়েছিলাম কিন্তু মন্ত্রিসভায় এই সিদ্ধান্ত খুব দ্রুত নেওয়া হয়ে গেছে ।’
তিনি আরও বলেন, ‘আমি সেই ভুলগুলোর জন্য দুঃখিত, কিন্তু আমি সেগুলি এখন ঠিক করে নিচ্ছি । আমি একজন নতুন অর্থমন্ত্রী নিয়োগ করেছি এবং এইভাবে অর্থনৈতিক স্থিতিশীলতা এবং আর্থিক শৃঙ্খলা পুনরুদ্ধার করেছি ।’
গত মাসে নির্বাচনে জয়লাভের পর লিজ ট্রাস দেশকে অর্থনীতিকে মন্দা থেকে বের করে আনতে ৪৫ বিলিয়ন পাউন্ডের অর্থবিহীন ট্যাক্স কাট উন্মোচন করে ব্রিটেনের রাজস্ব নীতি পরিবর্তন করার চেষ্টা করেছিল । কিন্তু তাঁর সেই পরিকল্পনা ব্যর্থ হয় । এদিকে পার্লামেন্টে লিজ ট্রাসের অর্থনৈতিক পরিকল্পনা ব্যর্থ হওয়ার পর অর্থমন্ত্রী তথা ঘনিষ্ঠ বন্ধু কোয়াসি কোয়ার্টেংকে বরখাস্ত করেন ট্রাস । নতুন অর্থমন্ত্রী হিসাবে নিয়োগ করা হয় ঋষি সুনাগ অনুগামী জেরেমি হান্টকে । কিন্তু অর্থনৈতিক পরিকল্পনার ব্যর্থতার কারনে এখন লিজ ট্রাসকে প্রধানমন্ত্রীর পদ থেকে অপসারণের দাবি উঠছে ।।