দিব্যেন্দু রায়,ভাতার(পূর্ব বর্ধমান),১৭ অক্টোবর : চারচাকা গাড়িতে চোলাই মদ পাচারের সময় ২ জনকে গ্রেফতার করল পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার পুলিশ । পুলিশ জানিয়েছে,ধৃতদের নাম সন্তোষ শ(৩২) ও সঞ্জয় শ(৩৪)। তাদের বাড়ি বীরভূম জেলার বোলপুর থানার বোলপুর হাটতলা এলাকায় । ভাতার থানার ওসি অরুন কুমার সোম জানিয়েছেন,ধৃতদের কাছ থেকে প্রায় ৩০০ লিটার মদ উদ্ধার হয়েছে । গাড়িটি আটক করা হয়েছে ।
পুলিশ সুত্রে জানা গেছে,এদিন একটি বোলেরো গাড়িতে চড়ে বলগোনা-গুসকরা রোড ধরে গুসকরার মুখে যাচ্ছিল ওই দুই ব্যক্তি । গোপন সুত্রে খবর পেয়ে গাড়িটি আটকায় ভাতার থানার অন্তর্গত ওড়গ্রাম ফাঁড়ির পুলিশ । তারপর তল্লাশি চালাতেই গাড়ি থেকে তিনটি ব্যাগের ভিতরে প্রচুর পলিথিনের প্যাকেট ভর্তি বিপুল পরিমানে চোলাই মদ উদ্ধার হয় । পুলিশ জানতে পেরেছে, ধৃতরা ওই মদ আনছিল হুগলি জেলার সিঙ্গুর থেকে । তবে এই প্রথম নয়,আগেও তারা সিঙ্গুর থেকে মদ এনে এলাকায় গিয়ে বিক্রি করতো বলে জানতে পেরেছে পুলিশ । ধৃতদের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা রজু করা হয়েছে । মঙ্গলবার তাদের বর্ধমান আদালতে পেশ করা হবে বলে জানিয়েছে পুলিশ ।।