দিব্যেন্দু রায়,কাটোয়া(পূর্ব বর্ধমান),১৭ অক্টোবর : ফের বিপুল পরিমান মাদক উদ্ধার হল পূর্ব বর্ধমান জেলার কাটোয়ায় । এবার ২২ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক পাচারকারীকে হাতেনাতে পাকড়াও করল কাটোয়া জিআরপি । কাটোয়া জিআরপি ওসি সন্দীপ মুখোপাধ্যায় জানিয়েছেন, ধৃতরা হল ওসমান শেখ ওরফে কুরবান এবং আমির শেখ ওরফে চাঁদ । মুর্শিদাবাদ জেলার সালার থানার বাসিন্দা ধৃত দুই ব্যক্তি ওই বিপুল পরিমান গাঁজা উড়িষ্যা থেকে এনেছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে বলে জানান তিনি । সোমবার ধৃতদের কাটোয়া মহকুমা আদালতে তোলা হয় ।
রেল পুলিশ সুত্রে খবর,রবিবার রাতে কাটোয়া রেল স্টেশনের ৫ নম্বর প্ল্যাটফর্মে ঘোরাঘুরি করছিল কুরবান ও চাঁদ । তাদের হাতে দুটি ব্যাগ ছিল । সেই সময় রুটিন তল্লাশি চালাচ্ছিল কাটোয়া জিআরপি । রেল পুলিশের সন্দেহ হওয়ায় ব্যাগ দুটিতে তল্লাশি চালালে গাঁজা নজরে পড়ে । রেল পুলিশ জানিয়েছে, দুটি ব্যাগের মধ্যে একটিতে ১১ কেজি ২০০ গ্রাম এবং অপরটিতে ১০ কেজি ৯০০ গ্রাম গাঁজা ছিল ।
জানা গেছে,ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জিআরপি জানতে পেরেছে ওই দুই মাদক পাচারকারী উড়িষ্যা থেকে গাঁজা সংগ্রহ করে প্রথমে শিয়ালদহে আসে । তারপর শিয়ালদহ থেকে তারা আজিমগঞ্জ যাওয়ার ট্রেনে চাপে । ট্রেনে আজিমগঞ্জ না গিয়ে কাটোয়া থেকে বাস বা চারচাকা গাড়িতে যাওয়ার মতলব করেছিল তারা । কিন্তু কাটোয়ায় নামতেই জিআরপির তৎপরতায় ধরা পড়ে যায় ওই দুই দুষ্কৃতী ।
উল্লেখ্য,শনিবার রাতে কাটোয়ার পঞ্চাননতলার বাসিন্দা বাদশা শেখের বাড়িতে হানা দিয়ে ২ কেজির উপর ব্রাউন সুগার উদ্ধার করেছিল রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) ও কাটোয়া থানার পুলিশের যৌথ বাহিনী । সেই জের কাটতে না কাটতেই ফের বিপুল পরিমান গাঁজাসহ দুই মাদক পাচারকারী গ্রেফতার হওয়ায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ।।