এইদিন ওয়েবডেস্ক,কাবুল,১৭ অক্টোবর : তালেবানের হাতে খুন হলেন প্রাক্তন এক সেনাকর্মী । নিহতের নাম মোহাম্মদ খান । তিনি বিগত সরকারের অধীনে সেনাবাহিনীর জাতীয় নিরাপত্তার ৪টি সন্ত্রাসবিরোধী ইউনিটের একজন কমান্ডার ছিলেন । রবিবার কুনার প্রদেশের রাজধানী আসাদাবাদ শহরে তালিবানের যোদ্ধারা তাঁকে গুলি করে খুন করে । যদিও এই বিষয়ে তালিবানের তরফ থেকে কিছু জানানো হয়নি ।
উল্লেখ্য,তালিবান আফগানিস্থানে ক্ষমতা দখলের পর থেকেই প্রাক্তন সেনা,পুলিশ,সরকারী কর্মী ও তাঁদের পরিবারকে টার্গেট করছে । ইতিপূর্বে বহু পরিবার প্রাণ বাঁচাতে দেশ ছেড়ে পালিয়েছে । এখনও বহু প্রাক্তন সরকারি কর্মীরা দেশে রয়ে গেছেন । সাম্প্রতিক সময়ে ওই সমস্ত প্রাক্তন সেনাকর্মীদের হত্যার ঘটনা বেড়েছে। দিন কয়েক আগে কান্দাহার প্রদেশে প্রাক্তন এক সরকারি সেনা কর্মীকে হত্যা করেছিল তালেবানরা ।।