এইদিন ওয়েবডেস্ক,তেহেরান,১৭ অক্টোবর : ইরানে মেহসা আমিনির মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভ পঞ্চম সপ্তাহে প্রবেশ করছে । এখনো বিক্ষোভ থামার কোনো লক্ষ্মণই নেই । উলটে বিক্ষোভের ঢেউ জেলের ভিতরে পর্যন্ত পৌঁছে গেছে । তেহরানের এভিন(Evin) কারাগারে শনিবার বন্দীরা বিক্ষোভ দেখাতে শুরু করলে নিরাপত্তা রক্ষীদের সঙ্গে সংঘর্ষ বেধে যায় । জেল কর্তৃপক্ষের দাবি ৪ জন নিহত ও ৬১ জন বন্দী আহত হয়েছে । যদিও স্থানীয়দের দাবি হতাহতের সংখ্যা আরও অনেক বেশি । যাই হোক, এই পরিস্থিতির জন্য সরাসরি আমেরিকাকেই দায়ি করলেন ইরানের রাষ্ট্রপতি ইব্রাহিম রাইসি । মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি জো বাইডেনের সাম্প্রতিক বিবৃতি উল্লেখ করে ইরানে বিশৃঙ্খলাকে সমর্থন ও উসকানি দেওয়ার জন্য মার্কিন প্রেসিডেন্টকে অভিযুক্ত করেছেন ইরানের রাষ্ট্রপতি ।
রবিবার(১৬ অক্টোবর ২০২২) সাংবাদিকদের কাছে ইব্রাহিম রাইসি বলেছেন,’মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি তাঁর মন্তব্যের মাধ্যমে অন্য দেশে বিশৃঙ্খলা, সন্ত্রাস ও ধ্বংসের উসকানি দেন । ইসলামিক প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা, যিনি আমেরিকাকে মহান শয়তান বলেছিলেন, তাঁর চিরন্তন বাণী মনে রাখা উচিত ।’
উল্লেখ্য,শনিবার মার্কিন যুক্তরাষ্ট্রে ইরানি অভিবাসীদের মধ্যে ইরানি বিক্ষোভকারীদের সাহসের প্রশংসা করেছিলেন জো বাইডেন । তিনি ইরান সরকারকে নিজের দেশের নাগরিকদের বিরুদ্ধে হিংসা বন্ধ করার আহ্বান জানিয়েছিলেন । বাইডেনের কথায়,ইরানি নাগরিকরা কেবল তাদের সাংবিধানিক অধিকার ব্যবহার করছেন । আর তাঁর এই মন্তব্যে ক্ষুব্ধ ইরান ।
বিগত চার সপ্তাহ ধরে ইরানের বিভিন্ন শহরে বিক্ষোভ চলছে । বিক্ষোভকারীরা ইসলামী প্রজাতন্ত্রের বিরুদ্ধে “স্বৈরশাসকের মৃত্যু হোক” বলে স্লোগান দিচ্ছে । এযাবৎ অর্ধ শতাধিক বিক্ষোভকারী তরুন তরুনী ইরানি পুলিশের গুলিতে প্রাণ হারিয়েছে । গ্রেফতার হয়েছে কয়েক হাজার মানুষ ।।