এইদিন ওয়েবডেস্ক,তেহরান,১৬ অক্টোবর : ইরানের তেহরানের এভিন(Evin) কারাগারে শনিবার দাঙ্গার সময় আগুন লেগে চারজন বন্দী নিহত হয়েছে ।অগ্নিকাণ্ডে আরও ৬১ জন আহত হয়েছে। দশজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে । আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক । তবে কারাগারের অভ্যন্তরীণ সূত্রের খবর আগুনে নিহতের প্রকৃত সংখ্যা অনেক বেশি । অগ্নিকাণ্ডে নিহত বন্দীদের আর্থিক অপরাধ ও চুরির দায়ে দোষী সাব্যস্ত করা হয়েছিল বলে জানিয়েছে ইরানি কর্তৃপক্ষ ।
ইরানের তেহেরানে অবস্থিত এভিন কারাগারের বিশ্বজুড়ে কুখ্যাতি আছে । এটি ইরানের বৃহত্তম কারাগারগুলির মধ্যে একটি । ইরানি শিয়া মুসলিম ধর্মগুরু সৈয়দ আলী হোসেইনী খামেনেয়ীর পরামর্শ দ্বারা পরিচালিত সরকার পরিবর্তনের দাবিতে আন্দোলনকারীদের মূলত ওই জেলে বন্দি রাখা হয়েছে । বন্দীদের তালিকায় রয়েছে প্রাক্তন সরকারী কর্মী, রাজনীতিবিদসহ সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তিত্বরা । ইভিন কারাগারে শত শত রাজনৈতিক বন্দী রয়েছে । কারাগারের নিরাপত্তা ব্যবস্থা খুবই কঠোর । বাইরের কারো প্রবেশাধিকার নেই ৷
জানা যায়,মাহাসা আমিনির হত্যাকাণ্ডের প্রতিবাদে শনিবার ওই সমস্ত বন্দীরা বিক্ষোভ দেখাতে শুরু করলে নিরাপত্তা রক্ষীদের সঙ্গে সংঘর্ষ বেধে যায় । গভীর রাতের দিকে দীর্ঘ সময় ধরে কারাগার থেকে ব্যাপক গুলির আওয়াজ পাওয়া যায় । তারপর হঠাৎ দাউদাউ করে আগুন জ্বলতে দেখা যায় । স্থানীয় বাসিন্দাদের কথায় শনিবার রাতে এভিন কারাগারের ভিতরে পরিকল্পিত গণহত্যা চালানো হয়েছিল ।
অন্যদিকে তেহরানের প্রসিকিউটর মাহাসা আমিনির হত্যার প্রতিবাদে বিক্ষোভের সাথে অগ্নিকাণ্ডের ঘটনাকে অস্বীকার করেছেন । তার কথায়,একটি ওয়ার্কশপে বন্দীদের মধ্যে সংঘর্ষের সময় আগুনের সূত্রপাত হয় । আগুনের সময় কিছু বন্দী কারাগার থেকে পালানোর চেষ্টা করেছিল কিন্তু তা করতে বাধা দেওয়া হয়েছিল । হতাহতদের উদ্ধারের পাশাপাশি ৭০ জন বন্দিকে নিরাপদ স্থানে সরানো হয়েছে । তিনি জানান,ওই সমস্ত বন্দীদের আর্থিক অপরাধের জন্য কারাদণ্ড হয়েছে ।।