এইদিন ওয়েবডেস্ক,ইসলামাবাদ,১৬ অক্টোবর : পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান ক্ষমতা থেকে সরে যাওয়ার পর থেকে বারবার ভারতের বিদেশনীতি ও বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের প্রশংসা করেছেন । ফের একবার জয়শঙ্করের প্রশংসা করলেন ইমরান । পাকিস্থানের একটি টিভি চ্যানেলে সাক্ষাৎকারে ইমরান খান বলেছেন,’উনি ভারতের একজন মন্ত্রী হলেও আমি তাঁর প্রশংসা করি ।’ তিনি বলেন,’রাশিয়া থেকে সস্তায় তেল কিনছে ভারত । আপনি কি মনে করেন আমেরিকা হিন্দুস্তানের সাথে সম্পর্ক ছিন্ন করেছে ? তারা হিন্দুস্তানকে সম্মান করে । ভারতের বিদেশমন্ত্রী যেভাবে সবার সামনে গিয়ে খোলাখুলি এর মোকাবিলা করেছেন, ভারতের মন্ত্রী হওয়া সত্ত্বেও আমি তাঁর প্রশংসা করি ।’ তিনি আরও বলেন,’আগে নিজেকে সম্মান করতে শিখতে হয়,তবেই মানুষ আপনাকে সম্মান করবে । আপনি যদি পিছিয়ে পড়েন তাহলে লোকে আপনাকে আরো নিচে ঠেলে দেবে ।’ পাশাপাশি তিনি অভিযোগ করেন তিনি বর্তমান শাহবাজ সরকার ও আমেরিকার ষড়যন্ত্রের শিকার ।
উল্লেখ্য, বিগত আট মাস ধরে ইউরোপে শুরু হওয়া যুদ্ধে ভারত নিরপেক্ষ নীতি গ্রহণ করছে । ভারত যুদ্ধের নিন্দা ও পুনর্মিলনের উপর জোর দিলেও মার্কিন চাপ উপেক্ষা করেই রাশিয়ার কাছ থেকে জ্বালানি তেল কেনা অব্যাহত রেখেছে । আর এতে ক্ষুব্ধ আমেরিকা,জার্মানির মত পশ্চিমি দেশগুলি । সম্প্রতি ইউরোপ সফরে গিয়ে এনিয়ে পশ্চিমি দেশের সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়তে হয়েছিল এস জয়শঙ্করকে । তখন তিনি ইউরোপকে নিশানা করে বলেছিলেন,’রাশিয়ার কাছ থেকে তেল-গ্যাস কেনাকে কি যুদ্ধে অর্থ বিনিয়োগ বলে ? শুধু ভারত তেল কিনছে না, বরঞ্চ ইউরোপও গ্যাস কিনছে রাশিয়ার কাছ থেকে ।’ দিন কয়েক আগে জয়শঙ্করের সেই সাক্ষাৎকারের ভিডিও একটি প্রকাশ্য জনসভায় দেখিয়ে ইমরান খান বলেছিলেন এটাই একটি স্বাধীন দেশের লক্ষ্মণ ।।