এইদিন ওয়েবডেস্ক,মস্কো,১৬ অক্টোবর : শনিবার ইউক্রেনের কাছে একটি রাশিয়ান সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে দুই বন্দুকধারীর হামলায় ১১ জন নিহত এবং ১৫ জন আহত হয়েছে । রাশিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি বিবৃতিতে বলেছে যে ইউক্রেনের সীমান্তবর্তী দক্ষিণ-পশ্চিম রাশিয়ার বেলগোরোড (Belgorod) অঞ্চলে গুলি চালানোর ঘটনাটি ঘটেছে । বলা হয় প্রাক্তন সোভিয়েত প্রজাতন্ত্রের দুই ব্যক্তি অনুশীলনের সময় স্বেচ্ছাসেবক সৈন্যদের উপর এলোপাথাড়ি গুলি চালায় । যদিও পাল্টা গুলিতে হামলাকারীরা নিহত হয় । মন্ত্রণালয় এই ঘটনাকে সন্ত্রাসবাদী হামলা হিসাবে উল্লেখ করলেও হামলাকারীদের নাম গোপন রেখেছে ।
গত মাসে রুশ রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন ইউক্রেনে রাশিয়ান বাহিনীকে শক্তিশালী করার লক্ষ্যে সেনাবাহিনীতে ৩ লাখ অস্থায়ী যোদ্ধা নিয়োগের কথা ঘোষণা করেন । ইতিমধ্যেই ২,২০,০০০ এরও বেশি নাগরিককে প্রশিক্ষণের জন্য ডাকা হয়েছে। আগামী দুই সপ্তাহের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন রুশ প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শোইগু । এদিকে প্রেসিডেন্ট পুতিনের ওই আদেশটি রাশিয়া জুড়ে বিক্ষোভের জন্ম দেয় এবং বহু রুশ নাগরিক দেশ ছেড়ে যাওয়ার চেষ্টা করেন ।।