এইদিন ওয়েবডেস্ক,তেহরান,১৬ অক্টোবর : ইরানের রাজধানী তেহরানের ইভিন কারাগারের নিরাপত্তা রক্ষী ও বন্দীদের মধ্যে সংঘর্ষের খবর পাওয়া গেছে । ইরানি গণমাধ্যম জানিয়েছে,শনিবার রাতে ইভিন কারাগারে হঠাৎ গোলাগুলির মাঝে আগুন লেগে যায় । সেই সময় কিছু বিক্ষোভকারী কারাগারের বাইরে ইরানি শিয়া মুসলিম ধর্মগুরু সৈয়দ আলী হোসেইনী খামেনেয়ীর মৃত্যু কামনা করে স্লোগান দিতে শুরু করে ।
তেহরানের ইভিন কারাগারে আগুন লাগার কারন হিসাবে ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে,প্রথমে একটি কাপড়ের গুদামে আগুন লাগে । সেই আগুন কারাগারের সপ্তম ও অষ্টম ওয়ার্ডে ছড়িয়ে পড়ে । যদিও অল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রনে আনা সম্ভব হয়েছে ।
তবে ইরানি কর্তৃপক্ষ যাই দাবি করুক ইরানের একজন নিরাপত্তা কর্মকর্তা তাসনিম বার্তা সংস্থার কাছে জানিয়েছেন, এভিন কারাগারে আগুন লাগার কারণ ছিল ‘বন্দি ও কারা কর্মীদের মধ্যে সংঘর্ষ’ । সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ভিডিওগুলোতে গুলি ও বিস্ফোরণের শব্দও শোনা যায় । সোশ্যাল মিডিয়ায় দাবি করা হচ্ছে এভিন কারাগারে দাঙ্গা ইরানে দেশব্যাপী বিক্ষোভের সাথে সম্পর্কিত । এরশাদ পুলিশের হাতে মেহসা আমিনীর মৃত্যুর পর পঞ্চম সপ্তাহেও বিক্ষোভ দমাতে পারেনি ইরানি পুলিশ ।।