দিব্যেন্দু রায়,আউশগ্রাম(পূর্ব বর্ধমান),১৫ অক্টোবর : গরু পাচার কান্ডে বর্তমানে জেলে সাজা কাটাচ্ছেন বীরভূম জেলার তৃণমূলের দোর্দণ্ডপ্রতাপ নেতা অনুব্রত মণ্ডল । জেল থেকে বের হলেই তাঁকে বীরের সংবর্ধনা দেওয়া হবে বলে ইতিপূর্বেই জানিয়ে দিয়েছে দল । এবার অনুব্রত মণ্ডলকে খোলাখুলি সমর্থন জানালেন তৃণমূলের মুখপাত্র তথা তৃণমূল ছাত্রপরিষদের সহ সভাপতি সুদীপ রাহা । শনিবার পূর্ব বর্ধমানের আউশগ্রাম ১ ব্লকের গোবিন্দপুরে দলের বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে যোগ দিতে এসে তিনি বলেন, ‘অনুব্রত মণ্ডল রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার । ইডি সিবিআইকে ব্যবহার করে তাঁকে ফাঁসানো হয়েছে ।’ এমনকি তিনি বলেন,’কেষ্টদাকে বন্দি করে রাখার মত এতবড় জেল তৈরি হয়নি ।’
এদিন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও বিজেপিকে আক্রমণ করেন সুদীপ রাহা । তিনি বলেন,’শুভেন্দু অধিকারীর টাকা নেওয়ার ভিডিও দেখা গিয়েছিল । কিন্তু অনুব্রত মণ্ডলকে কখনো এমনভাবে টাকা নিতে দেখা যায়নি । তবুও ইডি সিবিআই শুভেন্দুকে ধরেনি । মানুষের হৃদয়ে বন্দি আছেন অনুব্রত মণ্ডল । তাই ওদের গায়ে এত জ্বালা যে কেষ্টদাকে নিয়ে গিয়েছে । কিন্তু এতবড় জেল তৈরি হয়নি যে তাকে সেখানে আটকে রাখতে পারবে ।’ পাশাপাশি এদিন তিনি শুনিয়ে দেন,’আগামী দিনের লড়াইটা নরেন্দ্র মোদিকে পর্যুদস্ত করার লড়াই ।’এদিন তৃণমূলের মুখপাত্র দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে চলার আহ্বান জানালেও ব্লক তৃণমূলের সহ-সভাপতি সফিউল আলম মণ্ডলের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন উঠছে । সফিউল আলমের দাবি,তাঁকে আমন্ত্রণই জানায়নি দল । ফলে ফের একবার প্রকাশ্যে এল আউশগ্রামে শাসকদলের গোষ্ঠী কোন্দল ।
গুসকরা বিদ্যাসাগর হলে আয়োজিত তৃণমূলের এদিন বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে সুদীপ রাহা ছাড়াও উপস্থিত ছিলেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা,পূর্ব বর্ধমান জেলাপরিষদের সহসভাধিপতি দেবু টুডু, আউশগ্রামের বিধায়ক অভেদানন্দ থান্দারসহ স্থানীয় তৃণমূল নেতৃত্ব ।।