এইদিন ওয়েবডেস্ক,কাবুল,১৫ অক্টোবর : এক আফগান কিশোরীকে পিটিয়ে খুন করল ইরানের নিরাপত্তা বাহিনী । সেতেরা তাজিক নামে বছর সতেরোর ওই কিশোরীকে চলতি বছরের ৩১ মে তেহরান থেকে গ্রেফতারের পর ইরানের নিরাপত্তা বাহিনী পিটিয়ে মেরে ফেলে বলে আফগানিস্তানের মানোটো টিভি চ্যানেলের ফেসবুক পেজে জানানো হয়েছে । চ্যানেলটি আরও দাবি করেছে, ময়নাতদন্তের রিপোর্টে কিশোরীকে ভারী কিছু দিয়ে আঘাত করা হয়েছিল বলে উল্লেখ আছে ।
উল্লেখ্য,সাম্প্রতিক বছরগুলোতে ইরানে আফগান অভিবাসীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে । ২০২০ সালের আগস্ট মাসে কয়েক ডজন আফগান নাগরিককে নির্যাতন করে নদীতে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছিল ইরানি সীমান্তরক্ষী বাহিনীর বিরুদ্ধে ৷ ওই বছর জুন মাসে ইরানি পুলিশ আফগান নাগরিকদের বহনকারী একটি গাড়িতে গুলি চালায় । গুলিতে তিন আফগান নিহত এবং পাঁচজন আহত হয় । এরপর “আফগান অভিবাসীদের প্রতি ইসলামী প্রজাতন্ত্র ইরানের দুর্ব্যবহার”-এর অভিযোগ তুলে রাস্তায় নেমে এবং সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদে সরব হয় আফগান নাগরিকরা ।।