এইদিন ওয়েবডেস্ক,ওয়াশিংটন,১৫ অক্টোবর : আমেরিকায় কর্মরত ভারতীয়দের বড় ধরনের স্বস্তি দিয়েছে আমেরিকান দূতাবাস । আমেরিকায় কর্মরত এক লাখ ভারতীয় এবং তাঁদের পরিবারের এইচএন্ডএল ভিসা মঞ্জুর করল মার্কিন দূতাবাস । শুক্রবার ভারতের মার্কিন দূতাবাস এক টুইট বার্তায় এ তথ্য জানিয়ে লিখেছে,’কর্মসংস্থান-ভিত্তিক ভিসার উচ্চ চাহিদার প্রতিক্রিয়ায়, ভারতে মার্কিন মিশন সম্প্রতি এইচএন্ডএল ভিসা কর্মীদের এবং তাদের পরিবারের জন্য এক লাখেরও বেশি অ্যাপয়েন্টমেন্ট মঞ্জুর করেছে ।’ অন্য একটি টুইটে মার্কিন দূতাবাস লিখেছে, ‘আসলে ভারতে মার্কিন মিশন ইতিমধ্যে ২০২২ সালের প্রথম ৯ মাসে ২,৬০,০০০ এইচএন্ডএল ভিসা জারি করেছে । রিসোর্স পারমিট হিসেবে আমরা এইচএন্ডএল কর্মীদের অগ্রাধিকার দিতে থাকব ।’
প্রসঙ্গত,আমেরিকায় দক্ষ বিদেশী কর্মীদের দেওয়া এইচ ওয়ানবি (H-1B) এবং অন্যান্য কাজের ভিসা প্রাপকদের তালিকার একটি বড় অংশ ভারতীয়রা রয়েছে । এর মধ্যে অনেকেই প্রযুক্তি খাতের সঙ্গে জড়িত । এইচওয়ানবি ভিসা হল একটি অ-অভিবাসী ভিসা যা মার্কিন কোম্পানিগুলিকে প্রযুক্তি খাতে বিশেষায়িত কাজের জন্য বিদেশী কর্মীদের নিয়োগ করতে দেয় । ২০২০ সালের মার্চ মাসে, মার্কিন যুক্তরাষ্ট্র করোনা মহামারীর কারণে বিশ্বব্যাপী প্রায় সমস্ত ভিসা আবেদন প্রক্রিয়াকরণ বন্ধ করে দেয় ।
গত মাসে ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর মার্কিন বিদেশমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেনের সঙ্গে দেখা করেন। মার্কিন বিদেশমন্ত্রীর সামনে তিনি এই বিষয়টি তুলে ধরেছিলেন । পরে দ্রুত এই সমস্যার সমাধান করবেন বলে আশ্বাস দেন মার্কিন বিদেশমন্ত্রী । সম্প্রতি এই প্রক্রিয়া শুরু করেছে আমেরিকা ।।