এইদিন ওয়েবডেস্ক,হায়দ্রাবাদ,১৫ অক্টোবর : কর্ণাটকের উডুপির কলেজের হিজাব বিবাদ এখন সুপ্রিম কোর্টে । হিজাব নিয়ে দুই বিচারপতির বেঞ্চ পরস্পর বিরোধী রায় দিয়েছেন । তারই প্রতিক্রিয়ায় শুক্রবার হায়দ্রাবাদের একটি অনুষ্ঠানে নিখিল ভারত মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিনের (এআইএমআইএম) প্রধান আসাদউদ্দিন ওয়াইসি বিতর্কিত মন্তব্য করে বসেছেন । তিনি বলেছেন,’আপনারা বিকিনি পরুন, কে মানা করছে, আমরা কী করছি তাই নিয়ে মাথাব্যথা কেন।’ সেই সঙ্গে নিজের স্বপ্নের কথাও শুনিয়েছেন তিনি । তিনি বলেছেন,’আমার স্বপ্ন একদিন ভারতে কোনো হিজাব পরিহিতা প্রধানমন্ত্রী হবেন ।’ তাঁর কথায়, ‘অনেকের শরীর খারাপ হয়ে যায় যখন আমি বলি যে একদিন হিজাব পরিহিতা প্রধানমন্ত্রী হবে ।’
ওয়াইসি বলেন, আপনারা বলছেন যে হিজাব পরা চলবে না । তাহলে কী পরবো? বিকিনি? আপনার সেটা পরার অধিকার আছে। আপনারা কেন চান যে আমাদের মেয়েরা হিজাব খুলে ফেলুক ও আমি দাড়ি কামিয়ে ফেলি? আমি কি কখনো বলেছি যে আপনারাও আমার মত শেরওয়ানি আর টুপি পরুন ?’
ওয়াইসি বলেন,’একবার হায়দরাবাদে এসে দেখুন। সবচেয়ে খারাপভাবে মোটরসাইকেল চালায় আমাদের হিজাব পরা বোনেরা । ওদের মোটরসাইকেলের সঙ্গে প্রতিযোগিতা করতে যাবেন না । ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি। ওরা রাস্তার ডাইনে বা বামে যায় না,মাঝ বরাবর যায় । আমি ড্রাইভারদের সতর্ক থাকতে বলি । টিভির চ্যানেলে বসা ব্যক্তিরা একবার মোটরসাইকেলে ওদের পেছনে বসলে বুঝতে পারবেন ।’।