এইদিন ওয়েবডেস্ক,কাবুল,১৫ অক্টোবর : ষষ্ঠ শ্রেনীর উর্ধে মেয়েদের স্কুলে যাওয়া বন্ধ । তালিবান ক্ষমতায় আসার এক বছর পরেই চালু হয়নি হাইস্কুলগুলি । এদিকে বিশ্ববিদ্যালয়ের মেয়েদের অনেক বিষয়ে পড়াশোনার সুবিধা থেকে বঞ্চিত করেছে তালিবান । সাংবাদিকতা, কৃষি, ভেটেরিনারি মেডিসিন, ইঞ্জিনিয়ারিং বা অর্থনীতির মতো বিষয়গুলি ছাত্রীদের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে । শুধু ছাত্রীরাই নয়,কিছু কিছু বিষয়ে ছাত্রদেরও পড়তে হয়েছে নিষেধাজ্ঞার কবলে ।
পূর্ব আফগানিস্তানের লাঘমান প্রদেশের বাসিন্দা বছর ঊনিশের তরুনী প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন । তিনি জানিয়েছেন, তালেবান শাসকের নতুন আদেশের কারণে তার সাংবাদিকতায় ভবিষ্যৎ তৈরির স্বপ্ন প্রশ্নচিহ্নের মুখে পড়েছে ।
জানা গেছে,মেয়েটি তার চূড়ান্ত বছর শেষ করতে পারেনি । কারণ তালেবানরা ২০২১ সালের আগস্টে ক্ষমতায় আসার পর পরে মাধ্যমিক শিক্ষাই তুলে দিয়েছে । যদিও তালিবান জানাচ্ছে,ষষ্ঠ শ্রেণীর উর্ধে মেয়েদের স্কুলে ফিরিয়ে আনার জন্য তাদের সঠিক “ইসলামী পরিবেশ” তৈরি করতে হবে। কিন্তু তাদের ক্ষমতায় ফেরার এক বছরেরও বেশি সময় পেরিয়ে গেলেও বেশিরভাগ প্রদেশে মেয়েদের স্কুলে যাওয়ার পরিবেশ তৈরি হয়নি । এনিয়ে দেশে ব্যাপক ক্ষোভ রয়েছে ।।