এইদিন ওয়েবডেস্ক,তুরস্ক,১৫ অক্টোবর : তুরস্কের উত্তরাঞ্চলে একটি কয়লা খনিতে বিস্ফোরণে অন্তত ২৫ জন শ্রমিক নিহত হয়েছে । আহত ১৭ জন । খনিতে আটকে কমপক্ষে ৪৯ জন শ্রমিক । ঘটনাটি ঘটেছে উত্তর তুরস্কের কৃষ্ণ সাগরের উপকূলীয় প্রদেশ বার্তিনের(Bartin) আমাসরা শহরে রাষ্ট্রীয় মালিকানাধীন টিটিকে আমাসরা মুয়েসেসে মুদুরলুগু (TTK Amasra Muessese Mudurlugu) খনিতে । শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪৫ মিনিট নাগাদ বিস্ফোরণের ঘটনাটি ঘটে। তুরস্কের জ্বালানি মন্ত্রী ফাতিহ ডোনমেজ(Fatih Donmez) বলেছেন, প্রাথমিকভাবে মিথেন গ্যাসের কারণে বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে বলে মনে করা হচ্ছে ।
বিস্ফোরণের সময় খনিতে ১১০ জন শ্রমিক কাজ করছিল বলে জানা গেছে । বিস্ফোরণের খবর পেয়েই সেখানে যান তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সুলেমান সোয়লু । তিনি সাংবাদিকদের বলেন,’বিস্ফোরণের পর বেশিরভাগ কর্মীকে উদ্ধার করা হয়েছে । তবে ৪৯ জন শ্রমিক এখনো খনির ৩০০ থেকে ৩৫০ মিটার গভীরে আটকে আছে ।’
বার্টিনের গভর্নরের কার্যালয় জানিয়েছে, বিস্ফোরণে ২৫ জন নিহত হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী ফাহরেটিন কোকা (Fahrettin Koca) জানিয়েছেন, অন্তত ১৭ জন আহত হয়েছেন । যাদের মধ্যে আটজন আইসিইউতে চিকিৎসাধীন । তুরস্কের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা এএফএডি জানিয়েছে, পার্শ্ববর্তী প্রদেশগুলি সহ বেশ কয়েকটি উদ্ধারকারী দল ওই এলাকায় পাঠানো হয়েছে ।।