এইদিন ওয়েবডেস্ক,মিনস্ক,১৪ অক্টোবর : রাশিয়া ইউক্রেন যুদ্ধ অষ্টম মাসে পড়ল । যত দিন গড়াচ্ছে ততই জটিল হচ্ছে পরিস্থিতি । এদিকে ভয়ঙ্কর ইঙ্গিত দিলেন বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো (Belarusian President Alexander Lukashenko) । ইউক্রেন ও পশ্চিমা দেশগুলোকে সতর্ক করে তিনি বলেছেন,’মস্কোর কাছে পর্যাপ্ত পরিমানে পরমাণু অস্ত্র রয়েছে । তাই এভাবে রাশিয়াকে বিচ্ছিন্ন করে রাখা ঠিক হচ্ছে না । এদিকে আবার ইউক্রেনের সঙ্গে যুদ্ধে কিছু ফ্রন্টে রাশিয়ান বাহিনীর পরাজয় যুদ্ধকে একটি নতুন পর্যায়ে নিয়ে এসেছে ।’ তিনি রুশ বিরোধী দেশগুলিকে সতর্ক করে বলেন, ‘ইউক্রেন ও পশ্চিমা দেশগুলো যেন সীমা অতিক্রম না করে । রাশিয়াও তাদের অবস্থান স্পষ্ট করেছে। ঈশ্বর করুন রাশিয়ান ভূখণ্ডে যেন কোনো আক্রমণ না হয় । এমনটা হলে রাশিয়া সব ধরনের অস্ত্র ব্যবহার করতে পারে ।’ শুধু বেলারুশের প্রেসিডেন্টই নন,পশ্চিমা দেশগুলিও উদ্বেগের মধ্যে আছে যে রাশিয়ান রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন যেকোন সময় পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারেন ।
এদিকে ইউক্রেনকে ন্যাটোতে অন্তর্ভুক্ত করা নিয়ে ন্যাটো ও পশ্চিমা দেশগুলোকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার জাতীয় নিরাপত্তা পরিষদের ডেপুটি সেক্রেটারি আলেকজান্ডার ভেনেডিক্টভ । তিনি বলেছেন, ‘ইউক্রেন ন্যাটোতে যোগ দিলেই আমেরিকা সরাসরি এই যুদ্ধে জড়িয়ে পড়বে । আর এমনটা হলে বিশ্বযুদ্ধ কেউ ঠেকাতে পারবে না ।’
কিন্তু রাশিয়ার হুঁশিয়ারির মাঝেই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ন্যাটোর সদস্যপদ দেওয়ার জন্য ফাস্ট ট্র্যাকের দাবি জানিয়েছেন । এখন বিশ্ব তৃতীয় বিশ্বযুদ্ধের মুখোমুখি হওয়া বহুলাংশে নির্ভর করছে আমেরিকা,ব্রিটেনসহ ন্যাটোভুক্ত দেশগুলির উপর ।।