এইদিন ওয়েবডেস্ক,বারাণসী,১৪ অক্টোবর : জ্ঞানবাপি কমপ্লেক্সে কথিত ‘শিবলিঙ্গ’-এর কার্বন ডেটিং পরীক্ষার আবেদন খারিজ করে দিল বারাণসী আদালত । শুক্রবার বারাণসীর জেলা আদালতের বিচারক ডঃ এ কে বিশ্বেশ হিন্দুপক্ষের কার্বন ডেটিং এবং মসজিদ প্রাঙ্গনে ‘শিবলিঙ্গ’-এর বৈজ্ঞানিক তদন্তের দাবি খারিজ করে দিয়েছেন । এখন কার্বন ডেটিং পরীক্ষার জন্য হিন্দুপক্ষের তরফে ৪ জন হাইকোর্টে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ।
প্রসঙ্গত,কার্বন ডেটিং থেকে একটি বস্তুর বয়স অনুমান করা যেতে পারে । সেই কারনে কখন শিবলিঙ্গটি নির্মিত হয়েছিল, শিবলিঙ্গের প্রকৃত বয়স কত তা জানতে হিন্দুপক্ষের তরফে কার্বন ডেটিং এর আবেদন জানানো হয়েছিল । কিন্তু আদালতের নির্দেশের আগেই হিন্দুপক্ষ এনিয়ে দ্বিধা বিভক্ত হয়ে যায় ৷ বিশ্ব বৈদিক সনাতন সংঘের সভাপতি রাখি সিংয়ের তরফে আইনজীবী জিতেন্দ্র সিং কার্বন ডেটিং-এর বিরোধিতা করে জানান,কার্বন ডেটিং শিবলিঙ্গের ক্ষতি করবে এবং শিবলিঙ্গ খন্ডিত হয়ে যাবে । এর ফলে হিন্দুদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগবে । কিন্তু লক্ষ্মী দেবী, সীতা সাহু, মঞ্জু ব্যাস এবং রেখা পাঠক শিবলিঙ্গের কার্বন ডেটিং-এর দাবিতে অনড় । তাঁরা জ্ঞানবাপি কমপ্লেক্সে কথিত ‘শিবলিঙ্গ’-এর কার্বন ডেটিং পরীক্ষার আবেদন জানাতে শীঘ্রই হাই কোর্টে যাবেন বলে জানিয়েছেন ।
উল্লেখ্য যে, শ্রিংগারগৌরী সহ অন্যান্য দেবতাদের পূজার অধিকারের বিষয়ে শুনানির সময় পরিচালিত সমীক্ষায় জ্ঞানভাপি মসজিদের উজুখানায় একটি শিবলিঙ্গের মতো মূর্তি পাওয়া গিয়েছিল । কার্বন ডেটিং সহ অন্যান্য বৈজ্ঞানিক পদ্ধতি দ্বারা তদন্ত করার জন্য হিন্দু পক্ষের পাঁচ বাদীর মধ্যে চারজনের পক্ষে একটি আবেদন জমা দেওয়া হয়েছিল সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী হরিশঙ্কর জৈন এবং বিষ্ণু শঙ্কর জৈনের কাছে । একজন বাদী কার্বন ডেটিং না করে অন্য কিছু তদন্ত চেয়েছিলেন ।।