এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১৪ অক্টোবর : ‘ওরা মোমিনপুর, ইকবালপুর এবং খিদিরপুর থেকে হিন্দুদের তাড়িয়ে দিতে চায় । এটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোটব্যাঙ্কের রাজনীতি। যেহেতু হিন্দু ভোট বিজেপির দিকে যাচ্ছে তাই মুখ্যমন্ত্রী হুমকি দিয়ে এবং সাম্প্রদায়িক প্রচার করে সংখ্যালঘু ভোট নিচ্ছেন ।’ বৃহস্পতিবার রাতে সংবাদ সংস্থা এএনআই-এর কাছে এমনই গুরুতর অভিযোগ করলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ।
এর আগে হিংসার মোমিনপুরে হিংসার পরের দিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং রাজ্যপাল লা গণেশনকে চিঠি লিখে জানিয়েছিলেন, লক্ষ্মী পূজার আগের দিন কলকাতার খিদিরপুর মোমিনপুর এলাকায় হিন্দু সম্প্রদায়ের উপর হামলা হয়েছে। গুন্ডা ও সমাজবিরোধীরা হিন্দুদের অনেক দোকান ও বাইক ভাংচুর করেছে । এই আক্রমণের সাথে মিল রয়েছে গত জুন মাসে হাওড়া জেলার উলুবেড়িয়ার পাঁচলা এলাকার হিংসার । সেই সময়ে হিংসা পশ্চিমবঙ্গ জুড়ে ছড়িয়ে পড়েছিল । বিশেষ করে নদীয়া ও মুর্শিদাবাদ জেলায় হিংসা বেশি ছড়িয়েছিল । যেহেতু এবারের হিংসার একটি নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষ জড়িত তাই পশ্চিমবঙ্গ সরকার অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আগ্রহী নয় । ফলে রাজ্য জুড়ে হিংসা ছড়িয়ে সরবারি ও বেসরকারি সম্পত্তির ক্ষতি হওয়ার পাশাপাশি প্রাণহানি হতে পারে বলে আমি আশঙ্কা করছি ।’
তিনি আরও লিখেছেন, ‘যারা একবালপুর থানা দখল করেছিল রাজ্য সরকার ইতিমধ্যেই ওই গুন্ডাদের ক্রোধের সামনে নম্রভাবে আত্মসমর্পণ করেছে । আমি আপনাকে অনুরোধ করছি এই সময়ে দয়া করে হস্তক্ষেপ করুন এবং কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী মোতায়েন করুন । যাতে স্ফুলিঙ্গ থেকে দাবানলে পরিণত হওয়ার আগেই নিভে যায় । রাজ্য সরকার আইন ও শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে অক্ষম বলে মনে হচ্ছে । কারন এতে তাদের ভোট ব্যাঙ্কের উপর নেতিবাচক প্রভাব ফেলবে । দয়া করে যত তাড়াতাড়ি সম্ভব এই বিষয়ে পদক্ষেপ নিন যাতে শান্তিপ্রিয় হিন্দু সম্প্রদায় সুরক্ষিত থাকে । বিশেষ করে যারা এলাকার জনসংখ্যা অনুসারে সংখ্যালঘু অবস্থায় রয়েছে ।।