এইদিন ওয়েবডেস্ক,পশ্চিম বর্ধমান,০৫ ফেব্রুয়ারী : বছর দশেকের অসুস্থ শিশুকন্যাকে গাড়িতে চাপিয়ে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল । কিন্তু লেভেল ক্রসিংয়ে আসতেই রেলগেট পড়ে যায় । সেখানে দীর্ঘক্ষণ আটকে থাকার কারনে শিশুটি আরও অসুস্থ হয়ে পড়ে । শেষে গাড়িতেই মৃত্যু হয় শিশুটির । শুক্রবার দুপুর একটা নাগাদ মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমান জেলার পান্ডবেশ্বর রেলগেটে । মৃত শিশুকন্যার নাম রিমা সাহা (১০) । শিশুর পরিবারের লোকজন রেলগেটের দায়িত্বে থাকা রেলকর্মীকে গেট খুলে দেওয়ার জন্য বারবার কাতর অনুরোধ জানান । কিন্তু দায়িত্বের অজুহাত দেখিয়ে ওই ওই রেলকর্মী গেট খুলতে অস্বীকার করেন বলে অভিযোগ । এই ঘটনার জেরে ক্ষিপ্ত বাসিন্দারা রেলের স্টেশন ম্যানেজারকে ঘিরে তুমুল বিক্ষোভ দেখান । রেলগেটের দায়িত্বে থাকা রেলকর্মীর শাস্তির দাবি জানান স্থানীয় বাসিন্দারা ।
স্থানীয় সুত্রে জানা গেছে, ঝাড়খণ্ডের করলা এলাকার বাসিন্দা রিমা সাহা নামে ওই শিশুটি অসুস্থ হয়ে পড়লে এদিন মারুতি গাড়িতে চাপিয়ে তাকে দুর্গাপুরে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল । কিন্তু পাণ্ডবেশ্বর রেলগেটের কাছে আসতেই গেট পড়ে যায় । গাড়িটি যানজটে আটকে যায় । দীর্ঘক্ষণ গাড়ির মধ্যে আটকে থাকায় শিশুটি আরো বেশি অসুস্থ হয়ে পড়ে । শেষে গাড়িতেই মৃত্যু হয় শিশুটির । এই ঘটনায় ক্ষোভ ছড়ায় এলাকায় । স্থানীয় বাসিন্দারা স্টেশন ম্যানেজার সুনীল কুমার মন্ডল কে ঘিরে বিক্ষোভ দেখান । সেই সাথে রেলগেটের দায়িত্বে থাকা কর্মীর শাস্তির দাবিও জানান তারা । স্থানীয়দের অভিযোগ কারণে-অকারণে সারাদিনে বহুবার রেলগেট বন্ধ থাকে । ফলে সময় মত গন্তব্যে পৌঁছানো যায় না । যানজট এড়াতে ফ্লাইওভারের দাবি জানান এলাকার মানুষ । ভবিষ্যতে এই রেলগেটে যদি এই ধরনের আর কোনও ঘটনা ঘটে তাহলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন এলাকাবাসী ।।