দিব্যেন্দু রায়,কাটোয়া(পূর্ব বর্ধমান),১৩ অক্টোবর : মোষের গুঁতোয় মৃত্যু হল এক মোটর সাইকেল আরোহীর । গুরুতর জখম চালক। বৃহস্পতিবার দূর্ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার কাটোয়া থানার শ্রীবাটি গ্রামের কাছে । নিহতের নাম ইয়ারুল মল্লিক (২৫) । তাঁর বাড়ি মেমারি থানার কেজা গ্রামে । বাইক চালক মঙ্গলকোট থানার গোবর্ধনপুর এলাকার বাসিন্দা আহত রাজীব শেখ কাটোয়া মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন । তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে ।
জানা গেছে,ইয়ারুল মল্লিকের এক ভাগনে মঙ্গলকোটের গোবর্ধনপুর গ্রামের বাসিন্দা নাসির খানের এদিন বিয়ের অনুষ্ঠান ছিল । পূর্বস্থলীতে পাটুলি এলাকায় তাঁর বিয়ে হচ্ছে । ওই অনুষ্ঠানে যোগ দিতে আর এক ভাগনে কাজিরুল খানের বন্ধু রাজীব শেখের বাইকে চড়ে পাটুলি যাচ্ছিলেন ইয়ারুল মল্লিক । কিন্তু তাঁরা কাটোয়ার শ্রীবাটিতে আসতেই সড়ক পথ ধরে চড়িয়ে নিয়ে যাওয়া একদল গরু ও মোষের মুখে পড়েন ।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন,বাইক চালক তাঁর বাইকের গতি আস্তে করলেও একটি মোষ আচমকা বাইকের সামনে চলে আসে । ফলে বাইক ও মোষের সংঘর্ষ হয় । এদিকে মোষের একটি শিং বাইকের হ্যান্ডেলে আটকে যায় । মোষটি ছটফট করতে শুরু করলে বাইক আরোহী ও চালক মোষের সিংয়ের গুঁতোয় রাস্তার উপরে ছিটকে পড়েন । দু’জনেই গুরুতর আহত হন । তড়িঘড়ি তাঁদের কাটোয়া মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয় । কিন্তু ইয়ারুল মল্লিককে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা । এদিকে মর্মান্তিক এই ঘটনার খবর বিয়ে বাড়িতে পৌঁছতেই শোকের ছায়া নেমে আসে । বিয়ের বেশ কিছু অনুষ্ঠান কাটছাঁট করে দেওয়া হয় ।
জানা গেছে,পেশায় রাজমিস্ত্রী ইয়ারুল মল্লিকের বাড়িতে রয়েছে এক নাবালিকা মেয়ে ফাইমা ও অন্তঃসত্ত্বা স্ত্রী ফিরোজা খাতুন । আকস্মিক এই দূর্ঘটনায় তাঁরা বাকরুদ্ধ । পাশাপাশি পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির মৃত্যুতে কার্যত পথে বসেছে নিহত যুবকের অসহায় পরিবারটি ।।